সমপ্রেম বিবাহের সাক্ষী থাকল কলকাতা! মন্দিরে চার হাত এক হল মৌসুমী ও মৌমিতার

বাংলাহান্ট ডেস্ক : ভারতে এখনও সমপ্রেম বিবাহ আইনসিদ্ধ নয়। আইনিভাবে এই বিয়েকে স্বীকৃতি দেওয়া হবে কিনা সেই নিয়ে তোলপাড় চলছে বেশ কিছুদিন ধরে। সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি এখনো পর্যন্ত এই বিষয়ে চরম কোনও সিদ্ধান্তে আসতে পারেননি। এমন অবস্থায় কলকাতার দুই যুবতী আইনের পরোয়া না করেই বিয়ে করলেন একে অপরকে।

ফের একবার সমপ্রেম বিবাহের (Same Sex Marriage) সাক্ষী থাকল তিলোত্তমা। রবিবার মধ্যরাতে কলকাতার ভূতনাথ মন্দিরে বিয়ে করলেন মৌমিতা ও মৌসুমী। ১৯ বছরের মৌমিতা মন্দিরে বিয়ে করতে পৌঁছান হলুদ পাঞ্জাবি ও মাথায় টোপড় পরে। মৌসুমী মন্দির অপেক্ষা করছিলেন লাল বেনারসি পরে। এরপর মৌমিতা মৌসুমীর সিঁথিতে পরিয়ে দেন সিঁদুর।এরপর দুইজনের মালা বদল হয়।

আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঈশ্বরকে সাক্ষী রেখে এই দুই সমপ্রেমী যুবতী একসাথে গোটা জীবন কাটানোর শপথ নেন। ২৫ বছর বয়সী কলকাতার মৌসুমী দত্তের সাথে কিছু মাস আগে সোশ্যাল মাধ্যমে আলাপ হয় বনগাঁর ১৯ বছরের মৌমিতার। এরপর ক্রমে তাদের সম্পর্ক গভীরতা পায়। বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রণয়ের দিকে এগোতে থাকে।

এরপর একদিন মৌসুমীকে বিয়ের প্রস্তাব দেন মৌমিতা। বিয়ের পর মৌমিতা বলেছেন, “সমাজ কী ভাববে বা বলবে সেই বিষয়ে আমি চিন্তা-ভাবনা করিনি। আমি ভালবাসতাম মৌসুমীকে। এরপর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমাদের নিয়ে কে কী বলল তাতে আমাদের কিছু এসে যায় না। সারা জীবন বুকে আগলে রাখবো মৌসুমিকে।”

moushumi moumita married

যদিও দুই পরিবার এই বিয়ে মেনে নেয়নি। এর আগে অল্প বয়সে একবার বিয়ে হয়েছিল মৌসুমীর। সে এখন ডিভোর্সি। দুটি সন্তান রয়েছে তার। বর্তমানে এই দুই যুগল বাগুইআটিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন। এই দুই যুগলের একটাই কথা, পরিবার ও আইন তাদের বিয়ে মেনে না নিলেও তাদেরকে কেউ আলাদা করতে পারবে না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর