“শেষ পাঁচ বছরে একটিও দাঙ্গা হয়নি, সাম্প্রদায়িক হিংসা মুক্ত উত্তরপ্রদেশ!” দাবি যোগী আদিত্যনাথের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত পাঁচ বছরে একটিও দাঙ্গার ঘটনা ঘটেনি উত্তর প্রদেশে। উত্তর প্রদেশ সম্পূর্ণভাবে দাঙ্গা মুক্ত।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত শনিবার বিজনৌরে একটি সভা মঞ্চ থেকে এমনই দাবি করলেন। পাশাপাশি তার আরও দাবি বর্তমানে বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের জায়গা উত্তর প্রদেশ। তিনি জানান, যোগী সরকার বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সফল হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত শনিবার বিজনৌরে ২৬৭ কোটি টাকার একটি প্রকল্পের সূচনা করেন। সেই সূচনা মঞ্চ থেকে তার দাবি,”রাজ্যে গত পাঁচ বছরে একটাও দাঙ্গার ঘটনা ঘটেনি। উত্তরপ্রদেশে প্রচুর কাজ ও বিনিয়োগের সুযোগ এসেছে। এছাড়াও রাজ্য জুড়ে তৈরি হচ্ছে হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে।” পাশাপাশি তিনি আরো বলেন, কোন শিল্পপতি বা উদ্যোগপতি তার রাজ্যে হুমকির মুখোমুখি হলে তা তিনি বরদাস্ত করবেন না।

এনসিআরবি-র রিপোর্ট উল্লেখ করে যোগীর দাবি, তার শাসনকালে উত্তর প্রদেশে দাঙ্গার ঘটনা ঘটেনি। মানুষের উন্নতির জন্য কাজ হয়েছে। তার পরিচালিত সরকার প্রতিটি জেলায় মেডিকেল কলেজ তৈরির কাজ করে গেছে। আদিত্যনাথ স্বাস্থ্য, কৃষি,শিক্ষা থেকে যুবকদের কর্মসংস্থান এর ক্ষেত্রে উত্তর প্রদেশ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা এগিয়ে বলেও দাবি করেছেন।

যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশ সম্পর্কে যতই এই ধরনের দাবি তুলনা কেন এনসিআরবির সাম্প্রতিক তথ্য কিন্তু উল্টো কথা বলছে। তাদের রিপোর্ট অনুসারে ধর্মীয়, জাতিগত বা জন্মস্থানের ভিত্তিতে পরিচিত গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সারাদেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তর প্রদেশ। যোগী আদিত্যনাথ এর শাসনকালে এই ধরনের ঘটনায় গ্রেফতারের সংখ্যাও সর্বাধিক।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X