মধ্যপ্রদেশে পুলিশের এনকাউন্টার! নিহত হলেন দুই মাওবাদী নেত্রী, মাথার দাম ছিল ২৮ লাখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পুলিশের সাথে গুলির লড়াইয়ে মধ্যপ্রদেশের (Madhyapradesh) বালাঘাটে মৃত্যু হল দুই মাওবাদী নেত্রীর। বালাঘাটের পুলিশ সুপার সমীর সৌরভ জানিয়েছেন, সিপিআই(মাওবাদী)-র গেরিলা বাহিনীর সঙ্গে পুলিশের শুক্রবার মহারাষ্ট্র সীমানাবর্তী এলাকায় গুলির লড়াই হয়। সেখানেই মৃত্যু (Died) হয়েছে সুনীতা এবং সরিতা নামের দুই মাও নেত্রীর।

সমীর সৌরভ বলেছেন, ছত্তীসগঢ় সীমানাবর্তী এলাকায় সক্রিয় ভোরামদেও কমিটির কমান্ডার ছিলেন সুনীতা। বালাঘাটের লাগোয়া মধ্যপ্রদেশের মান্ডলা জেলার খাটিয়া-মোচা এরিয়া কমিটির সদস্য ছিলেন সরিতা। নিহত এই মাওবাদী নেত্রীদের মাথাপিছু ১৪ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, রাইফেল, কার্তুজ, বিস্ফোরক এবং নকশাল পত্রপত্রিকা উদ্ধার হয়েছে নিহতদের কাছ থেকে। পুলিশ দাবি করেছে, তাদের কাছে বহুদিন ধরে মাওবাদী সক্রিয়তার খবর আসছিল মধ্যপ্রদেশের বালাঘাট ও মান্ডলা জেলার কানহা ব্যাঘ্রপ্রকল্প, ফেন অভয়ারণ্য এবং লাগোয়া ছত্তিসগঢ়ের ভোরামদেও অভয়ারণ্য সংলগ্ন এলাকা থেকে।

Unemployed people prepare Maoists to get government jobs in Jangalmahal

 

শুক্রবারের এই ঘটনার পর পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হয় এই এলাকাগুলোতে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা এই অভিযান চালায়। অভিযান শেষে তারা প্রাপ্য সাফল্য পেয়েছে। তবে, সুনীতা এবং সরিতা নামের দুই মাও নেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মাওবাদী সক্রিয়তার বিষয়টি যেন স্পষ্ট হয়ে ওঠে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X