রমরমিয়ে জুয়ার আসর তৃণমূলের পার্টি অফিসে, স্বয়ং উপপ্রধানও মত্ত টাকার খেলায়

বাংলাহান্ট ডেস্ক : এবার রমরমিয়ে জুয়া খেলার আসরের ছবি ধরা পরল তৃণমূলের (Trinamool Congress) পার্টি অফিসে। শুধু এখানেই শেষ নয়, জুয়া খেলায় মত্ত স্বয়ং তৃণমূলের উপ প্রধান। ঘটনাটি পূর্ব বর্ধমানের (East Burdwan) মঙ্গলকোটের পালিগ্রাম অঞ্চল তৃণমূলের কার্যালয়ের। তৃণমূল কার্যালয়ের ভিতরে জুয়া খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হতেই চারদিকে শোরগোল পড়ে গেছে। বিরোধীরা এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছে।

চাপে পড়ে তৃণমূল উপ প্রধান শেখ মজনু ওরফে বুলেটের সাফাই, “পুরোটাই বিরোধীদের চক্রান্ত।”
তৃণমূল কার্যালয়ের ভেতরে জুয়া খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন কালাম মল্লিক নামে জনৈক এক ব্যক্তি। এরপর সেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি ঘরে রঙিন কাপড় পাতা রয়েছে। সেই ঘরে অসংখ্য লোক। চিড়িতন, রুহিতন, হরতন, ইস্কাবন, জোকার, বাদশার ছবি আঁকা রয়েছে কাপড়ের উপর। চারজন ব্যক্তি বসে রয়েছেন ওই কাপড়ের চার দিকে।

অন্যদিকে, লুঙ্গি পরিহিত এক ব্যক্তির হাতে রয়েছে একটি ওল্টানো কৌটো। তিনি ওই কৌটোটি মাঝে মাঝে চাদরে ঘষছেন ও ঘোরাচ্ছেন। দর কষাকষি চলছে চারজনের মধ্যে। সোশ্যাল মিডিয়া ভিডিওটি আপলোড করার সাথে সাথে কালাম মল্লিক লিখেছেন, “আমাদের পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল অফিসে বসে জুয়া খেলে। মেয়ে নাচানোর কথা বলে। এর ফলে নষ্ট হচ্ছে পালিগ্রাম অঞ্চলে তৃণমূলের ভীত। এই বিষয়ে যেন পদক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

এদিকে, এলাকাবাসীরা বলছেন, পালিগ্রাম অঞ্চলের উনিয়া গ্রামে চৈত্র মাসের অমাবস্যায় শ্মশানকালীর পুজো হয়। অভিযোগ উনিয়া ফুটবল মাঠে সেই উপলক্ষে বসে জুয়ার আসর। এই বছর প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুদিন আগেই শুরু হয় মেলা। এরপর বুধবার রাতের দিকে হঠাৎ বৃষ্টি এলে জুয়ার বোর্ড নিয়ে চলে যাওয়া হয় স্থানীয় তৃণমূলের পালিগ্রাম অঞ্চল কার্যালয়ে। এরপর বৃষ্টি থামলে সেই বোর্ড মাঠে নিয়ে আসা হয়।

tmc pic

পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের ভিডিও সামনে আসা রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা ইনচার্জ সুনীল গুপ্তা বলেছেন, “কোথাও মদের ঠেক, কোথাও জুয়ার আসর। তৃণমূলের কালচার এটাই। ” তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন,”আমার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব। প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর