পাকিস্তানে মহিলাদের প্রতিবাদ মিছিলের উপর জুতো ছুঁড়লো কট্টরপন্থীরা

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) মহিলাদের (Women) স্বাধীনতা নেই বললেই চলে। স্বাধীনতার জন্য লড়াই করে তাদের ভাগ্যে জোটে লাথি, জুতো। পাক সরকার ইমরান খানের (Imran Khan) রাজত্বে মহিলাদের স্বাধীনতা আরও বেশি করে ক্ষুণ্ণ হয়েছে। এমনকি নারী দিবসও তাঁর ব্যতিক্রম নয়।

pakistan 3

আন্তর্জাতিক নারী দিবসে পাকিস্তানের মহিলাদের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছিল। রাজধানী ইসলামাবাদে (Islamabad) এই মহিলাদের উপর পাথর নিক্ষেপ করা হয়। মহিলাদের এই মিছিলে কয়েকজন মহিলা আহতও হন। সরকারের পক্ষ থেকে  মহিলাদের উপর হামলা কারীরা জুতো, লাঠি দিয়ে আঘাত করতে থাকে। মহিলা সংগঠন, সংখ্যাগরিষ্ঠ সংগঠন এবং মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই মহিলাদের মিছিল বার করা হয়েছিল। এই মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের কঠোরপন্থীরা অনেক দিন ধরেই নজরে রেখেছিল।

মহিলাদের অধিকার রক্ষার্থে এই আন্দোলন বন্ধ করার জন্য তাঁরা আদালতেরও দ্বারস্থ হয়েছিল। কিন্তু আদালত তাদের আর্জি খারিজ করে দেয়। মহিলাদের এই উদ্দ্যোগকে অনেক রকম ভাবে দমনের চেষ্টা করেও শেষমেস তাঁরা ব্যর্থ হয়। তাদের নিষেধ অমান্য করে মহিলাদের এই মিছিল রাস্তায় বের হয়। কোন রকম সমস্যা সৃষ্টি করতে না পেরে পাকিস্তানি কঠোরপন্থীরা মহিলাদের এই মিছিলের উপর হামলা চালায়। তাদের উপর লাঠি চার্জ করতে শুরু করে এবং তাঁর সঙ্গে জুতো ছুঁড়েও মারতে শুরু করে।

মহিলাদের উপর অত্যাচারে ইসলামাবাদের পরিস্থিতি বেহাল হয়ে পড়ে। উত্তেজিত জনতা দুটো ভাগে ভাগ হয়ে যায়। পুলিশ সেখানে উপস্থিত হয়েও কোন সমঝোতা করতে অক্ষম হয়। ভারতের (India) বিষয়ে সর্বদা কটুক্তি করতে থাকা ইমরান খান এখন নিজের দেশকেই সামলাতে হিমসিম খেয়ে যাচ্ছেন। মহিলাদের সামান্য তম সুরক্ষা প্রদান করতেও তিনি ব্যর্থ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর