বিদ্যুৎ চুরি রুখতে গিয়ে গ্রামবাসীদের হামলায় আক্রান্ত ২০ জন পুলিশ কর্মী! ধুন্ধুমার সন্দেশখালিতে

বাংলাহান্ট ডেস্ক : বিদ্যুৎ চুরির ঘটনা এ রাজ্যে নতুন নয়। তবে এবার হুকিং রোখাকে কেন্দ্র করেই তোলপাড় হল সন্দেশখালি। সন্দেশখালিতে বিদ্যুৎ চুরি আটকাতে গিয়ে খন্ড যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হল জনতা ও পুলিশের মধ্যে। পুলিশ কর্মীদের লক্ষ্য করে ছোঁড়া হলো ইট – পাথর। মারধর করা হলো বিদ্যুৎ দপ্তরের কর্মীদের।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির এক নম্বর ব্লকের ন্যাজাট থানার সরবেড়িয়ায় এই ঘটনাকে সৃষ্টি করে রীতিমতো খন্ড যুদ্ধের পরিস্থিতি তৈরি হল। এই উত্তেজনা পরিস্থিতিতে মহিলা পুলিশ সহ দুপক্ষেরই কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শেষে পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ লাঠিচার্জ করে।

সরবেড়িয়া এলাকায় সাম্প্রতিককালে বেড়েছে বিদ্যুৎ হুকিং। সেই অভিযোগ মত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা স্থানীয় বিদ্যুৎ বন্টন দপ্তরের স্টেশন ম্যানেজারসহ এলাকায় যান পরিস্থিতি খতিয়ে দেখতে। এরপর তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যস্ত হয়ে পড়েন। একই সাথে বিদ্যুৎ চুরির অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়।

সেই সময় গ্রামবাসীদের সাথে অশান্তি শুরু হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। অভিযোগ এরপর গ্রামবাসীরা বিদ্যুৎ সংস্থার কর্মীদের একটি ঘরে বেঁধে মারধর শুরু করে। তারপর স্টেশন ম্যানেজার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। অপরপক্ষে স্থানীয় বাসিন্দারা জরিমানার বিরুদ্ধে গতকাল সকাল থেকে বাসন্তী রোড অবরোধ করেন। দুপুর পেরিয়ে গেল অবরোধ না ওঠায় স্থানীয় ন্যাজাট থানার পুলিশ এসে অবরোধ তুলতে অনুরোধ করে।

এরপর পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। অভিযোগ এরপর স্থানীয় থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসলে গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ,গুলি ,বারুদও ছোড়ে। এরপর লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কিছু স্থানীয়কে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর