সুরা প্রেমীদের জন্য দুঃসংবাদ! মূল্যবৃদ্ধির কারণে একাধিক রাজ্যে বিক্রি বন্ধ হচ্ছে দামি ব্যান্ডের এই হুইস্কির

বাংলাহান্ট ডেস্ক : মুদ্রাস্ফীতির কোপ এবার সুরাতেও! ভারতের বৃহত্তম অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থা ইউনাইটেড স্পোর্টস লিমিটেড দেশের একাধিক রাজ্যে বন্ধ করলো হুইস্কি বিক্রি। তাদের এই সিদ্ধান্তে নিঃসন্দেহে ব্যথিত হবেন সূরাপ্রেমীরা। আমাদের দেশে এমন বহু মানুষ আছেন যারা এই নামী ব্র্যান্ডের হুইস্কি খেতে পছন্দ করে। এখন প্রশ্ন এই হুইস্কি যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা এর পরিবর্তে কি খাবেন!

কিন্তু ভারতের বৃহত্তম অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থা কেন হঠাৎ বিক্রি বন্ধ করতে চায় হুইস্কির? এই প্রশ্নের এক কথায় উত্তর, মুদ্রাস্ফীতি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ভারতে ক্রমাগত পন্য প্রস্তুতকারী কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে মদ প্রস্তুত করতে আগের তুলনায় অনেক বেশি খরচা হচ্ছে। এর ফলে ওই সংস্থা আর্থিক চাপের মুখোমুখি হয়েছে।

এছাড়াও আরো একটি ব্যাপার আছে। আমাদের দেশে কোন রাজ্যে কোন মদ কত টাকায় বিক্রি হবে তা নির্ভর করে ওই নির্দিষ্ট এক্সাইজ ডিউটির নীতির উপর।ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মন্তব্য, ওই রাজ্যগুলি যদি মদের দাম বৃদ্ধি না করে তাহলে মদ প্রস্তুত করা আর সম্ভব হবে না।

এই জটিলতার কারণে সৃষ্টি হয়েছে সমস্যার। ইউনাইটেড স্পিরিট এর বক্তব্য ওই রাজ্যগুলি যদি এক্সসাইজ নীতি পরিবর্তন করে মদের দাম বৃদ্ধি না করে তাহলে সেই সব রাজ্যে মদ বিক্রি আপাত স্থগিত রাখতে হবে।

ভবিষ্যতে ওই রাজ্যগুলো যদি মদের দাম বৃদ্ধি করে তাহলে পুনরায় হুইস্কি প্রস্তুত করার সিদ্ধান্ত নিতে পারে সংস্থা।উল্লেখ্য ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য মদের উপর প্রাইস ক্যাপ বৃদ্ধি করেছে।পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এর মত রাজ্যগুলি মদের উপর প্রাইস ক্যাপ বৃদ্ধি করেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর