সুখবর! উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে আর থাকছে না নম্বরে কড়াকড়ি

বাংলা হান্ট ডেস্ক : দুর্নীতি মামলার গেরোয় টানা চার বছর ধরে আটকে রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ, যদিও ইন্টারভিউ শেষ হয়েছে কিন্তু এখনও নিয়োগ প্রক্রিয়া ঢের বাকি। আসলে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক মামলা দায়ের হয়েছে তাই কার্যত থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। তবে এরই মধ্যে এসএসসির তরফে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নয়া নিয়ম কার্যকর করতে চলেছে স্কুলশিক্ষা দফতর।jpg 1 7

তাই এখন থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীর স্নাতক স্তরে ন্যূনতম 50 শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক থাকছে না, অর্থাত্ নম্বরের কড়াকড়িতে এবার ছাড় দিচ্ছে এসএসসি।তাই যে সমস্ত প্রার্থী 2011 সালের 29 জুলাইয়ের আগে বিএড সম্পূর্ণ করেছেন তাঁদের নম্বরের বাধ্যবাধকতা নেই, একই সঙ্গে জানা গিয়েছে বিএড কোর্সের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

আসলে এনসিটিই র নিয়ম অনুসারে স্কুল কমিশনের এই নয়া নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু অনেক পরীক্ষার্থী 50 শতাংশ নম্বর না থাকার জন্য উচ্চ প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার সত্ত্বেও আবেদন করতে পারেননি তাই এবার এই নিয়মে কিছুটা বদল আনতে চলেছে এনসিটিই । একই সঙ্গে স্নাতকোত্তরে 50 শতাংশ না থাকলে যে প্রধান শিক্ষক পদে আবেদন করা যেত না সেই নিয়মেও খানিকটা বদল আসতে পারে বলেই সূত্রের খবর।

যদিও নিয়ম কবে থেকে লাগু হতে চলেছে এই সংক্রান্ত কোনও বি়জ্ঞপ্তি আসেনি কিন্তু এই নিয়ম কার্যকরী কোথায় চলেছে শীঘ্রই। তবে এই নির্দেশিকা জারি হওয়ার পর রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য এক দারুণ খবর হতে চলেছে। রাজ্যে এমন অনেক এসএসসি প্রার্থী রয়েছেন যাঁদের 50 শতাংশ নম্বর না থাকার জন্য বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে।

ad

সম্পর্কিত খবর