রাজ্যের লাইব্রেরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পর এবার রাজ্যে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। পুরুলিয়া জেলা লাইব্রেরিতে চুক্তির ভিত্তিতে ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।JobSites.Feat 1 1

1. পদের নাম- ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 2. শূন্য পদের সংখ্যা- 1 টি। 3. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক উত্তীর্ণ, কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক একই সঙ্গে কহা সফটওয়্যারের জ্ঞান থাকতে হবে।

4. বয়স সীমা- প্রার্থীদের বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে। 5. প্রার্থী বাছাই- এই পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে তার পর কম্পিউটারের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় নির্বাচিত হলেই তবেই বাছাই করে নিয়োগ করা হবে।

6. আবেদন পদ্ধতি- আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন ওয়েবসাইট www.purulia.nic এ গিয়ে আবেদন করতে বলা হচ্ছে। উল্লেখ্য এই পদের জন্য আবেদনের শেষ তারিখ 4 ঠা ডিসেম্বর। আবেদন করার সময় প্রার্থী অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস নিজের কাছে রাখবেন। প্রয়োজনীয় তথ্যাবলি দিয়ে ফর্ম পূরণ করার পর তবেই সাবমিট করবেন।

সম্পর্কিত খবর