বাংলাহান্ট ডেস্কঃ সন্ত্রাসে (Terror) ভরপুর পাকিস্তান (Pakistan) এখন ঝটকার পর ঝটকা খেয়ে যাচ্ছে। একদিকে যেমন পাকিস্তানকে পুরো দেশ সন্ত্রাসবাদের জন্য ধীক্কার জানাচ্ছে, তেমনই অন্য দিকে গোটা দেশ এই বিষয়ে রুখে দাঁড়াতে ভারতের (India) পাশে এসে দাঁড়িয়েছে। কাশ্মীর (Kashmir) থেকে ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্তে ভারতকে স্বাগত জানিয়েছে বহু দেশ।
গোটা বিশ্ব এখন দেখতে পাচ্ছে যে নতুন ভারতের ভিত এখন কতটা মজবুত হয়ে গেছে। UN এর ৪৩ তম বার্ষিকিতে জেনেভায় (Geneva) হওয়া অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের বিষয়ে আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত সমস্ত দেশের সদস্যরা পাকিস্তানকে কটাক্ষ করে বলে যে, আতঙ্কবাদের লড়াইয়ে ভারত এটা অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এতে কাশ্মীর বাসী নিজেদের যোগ্য অধিকার পেয়েছে। ওখানকার নাগরিকরা এখন আর পাঁচটা ভারতীয় নাগরিকের মতো নিজেদের মনে করতে পারছে।
পাকিস্তানে কিভাবে ধর্মের নামে সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে সেটা সমগ্র দেশ দেখতে পাচ্ছে। এর ফলেই পাকিস্তানের বিরুদ্ধে সকলে মুখর হয়ে উঠেছে। এবং নিজেদের অধিকারের দাবীতে লড়ছে তারা। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় বহু নাগরিক। তারা হাতে ব্যানার, প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পাকিস্তানের এরূপ আচরণের বিরুদ্ধে প্রতিবাদে তারা ‘হাল্লা বোল’ বলে প্রতিবাদ জানায়।
এরইমধ্যে আবার পাকিস্তানের বেশ কিছু সংখ্যক নাগরিক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) কাজকর্মের বিরুদ্ধেও সোচ্চার হয়। তাঁদের দাবী ইমরান সরকার দেশের গরিব নাগরিকদের না দেখে সন্ত্রাসমূলক কাজে লাগাতার অর্থ ব্যয় করে চলেছে। এই সরকারের থেকে আগের সরকার বেশি ভালো ছিল। দেশের সাথে সাথে বিপাকে এখন ইমরান খানও।