বাংলাহান্ট ডেস্কঃ আমফানে রীতিমত বিধ্বস্ত হয়েছে ভারতের (india) দুই রাজ্য। আর এই পরিস্থিতির জন্য শোকপ্রকাশ করলেন প্রিন্স চার্লস (Prince Charles)। শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন তিনি। শোকাবর্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও (Sheikh Hasina)।
নরেন্দ্র মোদীকে (Narendra Modi) পাঠানো বার্তায় তিনি লিখেছেন, ‘আমি ও আমার স্ত্রী আপনাকে জানাতে চাই যে আমরা গভীরভাবে দুঃখিত। পশ্চিমবঙ্গ ও ওডিশায় যেভাবে মানুষের মৃত্যু হয়েছে ও ঝড় ধ্বংসলীলা চালিয়েছে, তাতে আমরা শোকাহত।’
মোদীকে পাঠানো বার্তায় তিনি লিখেছেন, ‘আমি ও আমার স্ত্রী আপনাকে জানাতে চাই যে আমরা গভীরভাবে দুঃখিত। পশ্চিমবঙ্গ ও ওডিশায় যেভাবে মানুষের মৃত্যু হয়েছে ও ঝড় ধ্বংসলীলা চালিয়েছে, তাতে আমরা শোকাহত।’
তিনি আরও লিখেছেন, ‘একদিকে মহামারীর সঙ্গে এই বিপর্যয় যেভাবে আপনাকে ও দেশের মানুষকে সামলাতে হচ্ছে, তা আমরা অনুভব করতে পারছি। যাদের বাড়ি-ঘর ধ্বংস হয়ে গিয়েছে, তাদের প্রতি আমি সমবেদনা জানাই।’ আমফানে ব্যাপক ক্ষতি হয়েছে ভারতের দুই রাজ্যে।
তিনি আরও লিখেছেন, ‘একদিকে মহামারীর সঙ্গে এই বিপর্যয় যেভাবে আপনাকে ও দেশের মানুষকে সামলাতে হচ্ছে, তা আমরা অনুভব করতে পারছি। যাদের বাড়ি-ঘর ধ্বংস হয়ে গিয়েছে, তাদের প্রতি আমি সমবেদনা জানাই।’