টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে 5-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ জেতার পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অকল্যান্ডে চার উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে 1-0 তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে 1-0 তে পিছিয়ে পড়তে হল ভারতীয় ক্রিকেট দলকে। সেই সাথে ফের স্লো ওভার রেটের জন্য জরিমানা হলো বিরাট কোহলিদের।
আইসিসির কোড অফ কনন্ডাক্টের ধারা 2.22 অনুযায়ী বোলিং করার সময় নির্ধারিত সময়ের থেকে বেশি সময় নেওয়ার জন্য বড় শাস্তির মুখে পড়তে হলো ভারতীয় ক্রিকেট দলকে। স্লো ওভারের জন্য আইসিসির তরফে ভারতীয় দলের ম্যাচ 80 শতাংশ জরিমানা করা হল।
নিউজিল্যান্ড সফরে এসে এই নিয়ে দ্বিতীয় বারের জন্য স্লো ওভার করার জন্য জরিমানার কবলে পড়তে হল ভারতীয় দলকে। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জরিমানা করা হয়েছিল বিরাট কোহলিদের, ম্যাচ ফি’র 40% কেটে নেওয়া হয়েছিল আর এবার ম্যাচটি 80 শতাংশ কেটে বড় শাস্তি দেওয়া হল ভারতীয় ক্রিকেট দলকে।