সবচেয়ে বেশি সোনা রয়েছে এই দেশে! ভারতের অবস্থান জানলে হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : সোনার প্রতি আকর্ষণ সবারই কমবেশি রয়েছে। বিশেষ করে মহিলারা সোনার গহনার দিকে আকর্ষিত হন বেশি। অনেকেই প্রতিবছর সামর্থ্য মতো সোনা ক্রয় করেন। কিন্তু আপনাদের জানা আছে কি যে কোন দেশ সোনা মজুতে এক নম্বর? কোন দেশের কাছে সব থেকে বেশি সোনা মজুত রয়েছে তা কি আপনাদের জানা আছে?

সোনা মজুতের দিক থেকে ভারতের স্থান কত? আজ আমরা এই প্রতিবেদনে বিস্তারিত জানব সেই সব বিষয়ে। সোনার দাম প্রায়ই ওঠানামা করে। তবে বর্তমানে সোনার দাম বাজারে কিন্তু ঊর্ধ্বমুখী। গত কয়েক মাসে লক্ষ্য করা গেছে সোনার দামের ঊর্ধ্বগামীতা। প্রায় প্রত্যেকটি দেশই নিজেদের সেন্ট্রাল ব্যাঙ্কে সোনা মজুত করে।

সম্প্রতি এই গোল্ড রিজার্ভের তালিকা প্রকাশ্যে এসেছে। এই তালিকায় বর্ণনা করা হয়েছে কোন কোন দেশে কতটা পরিমাণ সোনা মজুত আছে।
জানা গিয়েছে আমেরিকায় সবথেকে বেশি সোনা মজুত আছে। আমেরিকার কাছে রয়েছে ৮১৩৩ মেট্রিক টন সোনা। দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের জার্মানি। ৩৩৫৫ মেট্রিক টন সোনা মজুত রয়েছে তাদের কাছে।

এই তালিকায় তৃতীয় স্থান দখল করেছে ইতালি। ইতালির কাছে রয়েছে ২৪৫২ মেট্রিক টন সোনা। সোনা মজুতের তালিকায় এরপর রয়েছে ফ্রান্স। এই দেশের সরকারের কাছে মজুত রয়েছে ২২৯৯ মেট্রিক টন সোনা। আপনাদের জানিয়ে রাখি আমাদের দেশ ভারতবর্ষ এই তালিকায় রয়েছে নবম স্থানে। ভারতবর্ষের কাছে জমা রয়েছে ৭৮৭ মেট্রিক টন গোল্ড।

fortuneindia 2022 02 860be097 302a 4e41 8a7f f394c7bb4c7d gold prices

সোনা মজুতের পরিসংখ্যান সম্প্রতি টুইটে প্রকাশ করেছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স। সোনা মজুতের তালিকায় ভারতের পড়ে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ড, তুর্কি, সৌদি আরব, ইউকে, স্পেন, পোল্যান্ড, সিঙ্গাপুর, ব্রাজিল, সুইডেনের মতো দেশগুলি। সোনা মজুত এর পরিমাণ প্রত্যেকটি দেশেই কিন্তু ক্রমাগত হ্রাস বা বৃদ্ধি পায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর