বাংলা হান্ট ডেস্ক: এবার নতুন এক সঙ্কটের সম্মুখীন হয়েছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। এমনিতেই ওই দেশ এখন প্রবল অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে। ঠিক সেই আবহেই এবার নতুন বিপদ দেখা দিয়েছে। এই প্ৰসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে ২২ লক্ষেরও বেশি পাকিস্তানি নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন। মূলত, তাঁরা তাঁদের প্রাইভেসি হারিয়ে যাওয়ার পাশাপাশি এটাও মনে করছেন যে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত নেই।
শুধু তাই নয়, তাঁরা অনুমান করছেন যে, বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো ব্যক্তি এখন অল্প কিছু টাকা খরচ করে তাঁদের পরিবারের সমস্ত তথ্য পেয়ে যেতে পারেন। এক কথায়, ২২ লক্ষেরও বেশি পাকিস্তানি তাঁদের সমস্ত ব্যক্তিগত তথ্য অজানা হাতে চলে যাওয়ার আশঙ্কা করছেন। কারণ, ইতিমধ্যেই কিছু হ্যাকার একটি প্রাইভেট কোম্পানির ডেটাবেসে প্রবেশাধিকার পেয়েছে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হ্যাকাররা এমন নাগরিকদের টার্গেট করেছে যাঁরা রেস্তোরাঁ থেকে খাবারের আইটেম অর্ডার করতে একটি বেসরকারি সংস্থার অ্যাপ ব্যবহার করেন। হ্যাকাররা ওই কোম্পানির ডেটাবেসে অনুপ্রবেশ করেছে এবং নাগরিকদের ডেটা অসুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, এখন এই ডেটাগুলি অনলাইন বিক্রয়ের জন্যও রাখা হয়েছে। এমতাবস্থায়, এই ঘটনাটি এমন গ্রাহকদের প্রভাবিত করছে যাঁরা তাঁদের ব্যক্তিগত তথ্য যেমন ক্রেডিট কার্ড, ঠিকানা এবং ব্যাঙ্কের বিবরণ ওই অ্যাপে দিয়েছিলেন।
আরও পড়ুন: হতে চেয়েছিলেন অফিসার! ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্ট ছেড়ে UPSC পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ আরুষির
উল্লেখ্য যে, পাকিস্তান দীর্ঘদিন ধরেই বিভিন্ন সঙ্কটের সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যেই সেখানকার আর্থিক পরিস্থিতি শোচনীয় অবস্থায় রয়েছে। এদিকে, ভয়ানক মুদ্রাস্ফীতির অবহে এবার লক্ষ লক্ষ পাকিস্তানি নতুন এই বিপদের কারণে ভয়ে রয়েছেন। এই প্রসঙ্গে “ডেইলি পাকিস্তান”-এর রিপোর্ট অনুযায়ী, হ্যাকাররা ইতিমধ্যেই ডেটাবেসের সিস্টেমে প্রবেশ করেছে এবং ২০ লক্ষেরও বেশি পাকিস্তানির ব্যক্তিগত তথ্য চুরি করেছে। এদিকে, চুরি করা ব্যক্তিগত তথ্য বিক্রয়ের জন্য উপলব্ধ করা হয়েছে। যার মূল্য ২ বিটকয়েনের সমান। অর্থাৎ প্রায় ৪২ লক্ষ টাকা। এদিকে, হ্যাকাররা ২৫০ টিরও বেশি রেস্তোরাঁর ডেটাবেসের অ্যাক্সেস প্রকাশ করেছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! ১৬ দিনের মধ্যে ১৩ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, বিপদে পড়ার আগে নিন জেনে
পাকিস্তান সরকার বিষয়টি সম্পর্কে অবগত নয়: অন্যদিকে, ফেডারেল তদন্তকারীরা বলেছেন যে, তারা এই বিষয়ে কোনো অভিযোগ পাননি। উল্লেখ্য যে, চলতি বছরের শুরুতে পাকিস্তানে বড় ধরণের সাইবার হামলা হয়। তারপরে পাকিস্তানের একটি টিম তাদের সিনিয়র সরকারি আধিকারিকদের মোবাইল ফোন হ্যাক করে সংবেদনশীল তথ্য পাওয়ার চেষ্টাকে ব্যর্থ করেছিল।