বাংলা হান্ট ডেস্ক: বিখ্যাত ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ট্রাদামুস (Nostradamus) বহু যুগ আগেই তিনি তাঁর “লে প্রফেসি” নামের একটি বইতে বিশ্ববাসীর জন্য একাধিক ভবিষ্যদ্বাণী (Nostradamus Predictions) করেছিলেন। যেগুলির মধ্যে অন্তত ৭০ শতাংশ প্রতি বছর সত্য হিসেবে প্রমাণিত হয়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত তাঁর ৮০০ টি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। পাশাপাশি, তিনি ৩,৯৯৭ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।
এদিকে, আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন ঘটনা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধীর মৃত্যুর মত ঘটনা উল্লিখিত ছিল। পাশাপাশি, সেগুলি সত্য বলেও প্রমাণিত হয়। শুধু তাই নয়, নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে গবেষণা করছেন এমন ব্যক্তিদের মতে, ফ্রান্সের এই জ্যোতিষী কয়েকশ বছর আগেই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসা এবং ভারতের শক্তি বৃদ্ধির বিষয়টি সম্পর্কেও আলোকপাত করেছিলেন বলে জানা গিয়েছে।
আগামী ৬০ দিনের মধ্যেই ঘনিয়ে আসছে বড় বিপদ: চলতি বছর শেষ হতে এখনও প্রায় দু’মাস বাকি। এমন পরিস্থিতিতে, ২০২২ সালের জন্য নস্ট্রাদামুসের কিছু ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই ঘুম উড়িয়েছে সবার। মূলত, নস্ট্রাদামুস তাঁর ভবিষ্যদ্বাণীতে বলেছিলেন যে, চলতি বছর বিশ্বে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হবে। যা পৃথিবীর অবস্থা বদলে দেবে এবং কোটি কোটি মানুষ বিশ্ব উষ্ণায়নের কবলে পড়বে।
এমতাবস্থায়, যদি এমনটা হয়, তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের সামনে অনাহারের মতো পরিস্থিতিও তৈরি হবে। নস্ট্রাদামুস ভবিষ্যদ্বাণীতে বলেছিলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় ৭ মাস স্থায়ী হবে। যার ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবেন। নস্ট্রাদামুসের মতে, এই বিশ্বযুদ্ধে পৃথিবীর অনেক দেশের অস্তিত্বও শেষ হয়ে যেতে পারে।
বাবা ভাঙ্গাও এহেন ইঙ্গিত দিয়েছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বুলগেরিয়ায় জন্মগ্রহণকারী আরেক ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা জানিয়েছিলেন যে, ২০২২ সালে ভারত সহ একাধিক দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব হতে পারে। যা ফসলকে ধ্বংস করে দেবে। এদিকে, এর ফলে ভারতে অনাহার ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, ইউক্রেনের পরে গম উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এমতাবস্থায়, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে ইতিমধ্যে কয়েকটি দেশের সামগ্রিক অবস্থার অবনতি হয়েছে। এমনকি, ইউক্রেন সঙ্কটের কারণে অনেক বেকারিও বন্ধ হয়ে গেছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছে মানুষ। এদিকে, চলতি বছর শেষ হতে আরও ২ মাস বাকি। এমতাবস্থায়, নস্ট্রাদামুস এবং বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণীগুলি যদি সত্য হয়, সেক্ষেত্রে সমগ্র মানবজাতি এর দ্বারা প্রভাবিত হতে পারে।
(সতর্কীকরণ: এই প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলি বিভিন্ন বিদেশি মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলাহান্ট এটি নিশ্চিত করে না।)