বাংলাহান্ট ডেস্ক : জৌনপুরে শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্ত হেলাল ও নফিকুলকে মৃত্যুদণ্ড দিল আদালত। অতিরিক্ত দায়রা জজ (প্রথম) রাজেশ রাই এই দুই সন্ত্রাসবাদীকে পাঁচ লক্ষ টাকা করে জরিমানাও করেছেন। দুই সন্ত্রাসবাদীকে গত ২২শে ডিসেম্বর আদালতের পক্ষ থেকে দোষী সাব্যস্ত করা হয়।
এই ঘটনায় এর আগেও দুজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। জৌনপুরে শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণ কাণ্ডে চিহ্নিত করা হয় সাতজনকে। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক সন্ত্রাসবাদীর। দুই সন্ত্রাসবাদীকে এখনো ধরা যায়নি। বিহার থেকে নয়াদিল্লিগামী শ্রমজীবী এক্সপ্রেসের সাধারণ বগিতে সিংরামউ এবং হরিহরপুর স্টেশনের মধ্যে হারপালগঞ্জ ক্রসিংয়ে ঘটনাটি ঘটে।
আরোও পড়ুন : ৭ তারিখেই দেবেন শেষ জবাব! এবার কী ঘাসফুল শিবিরকে ত্যাগ মনোরঞ্জন ব্যাপারীর? চর্চা তুঙ্গে
এই ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের, আহত হন কমপক্ষে ৬২ জন।এই ঘটনার তদন্তে নাম উঠে আসে ওবায়দুর রহমান ওরফে বাবু ভাই, মো.আলমগীর ওরফে রনি, নফিকুল বিশ্বাস, সোহাগ ওরফে হেলাল, শরীফ ওরফে কাঞ্চন ওরফে সাইফুদ্দিন, গোলাম পাজা ইয়াহিয়া ও ডাঃ সাঈদের। এদের মধ্যে ইতিমধ্যেই মারা গেছে ডাঃ সাঈদ ও ধরা যায়নি দুজনকে।
২০০৫ সালের ২৮ জুলাই তারিখে বিকাল ৫.২০ মিনিটে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় আলমগীর ওরফে রনি ও ওবায়দুর রহমান ওরফে বাবু ভাইকে এর আগে ২০১৬ সালে আদালত এই মামলায় মৃত্যুদণ্ড দেয়। এরপর গত ২২শে ডিসেম্বর আদালত দোষী সাব্যস্ত করে হেলাল ও নফিকুলকে। অবশেষে এই দুই সন্ত্রাসবাদীকেও মৃত্যুদণ্ড দিল আদালত।