প্রেমের বসন্তে ক্ষতি হতে পারে আপনার ত্বকের, জেনে নিন প্রতিকারের উপায়

বাংলাহান্ট ডেস্কঃ শীত (Winter) পেরিয়ে চলে এসেছে বসন্ত (Spring)। চারিদিকে বিইছে প্রেমময় এক মিষ্টি হাওয়া। এই সময় আপনার হাল্কা শীত লাগলেও গায়ে কিন্তু ভারী পোশাক রাখতে পারছেন না। আবার দেখছেন ত্বকেও (Skin) ঘটে গেছে সামান্য পরিবর্তন। কিন্তু বুঝে উঠতে পারছেন না কেন এবং কিভাবে এর প্রতিকার সম্ভব।

skin 111
বসন্তের এই প্রেমের মরশুমে আপনি এই মিষ্টি রোদকে খোশ মেজাজে বেশ জমিয়েই উপভোগ করছেন। কিন্তু আপনি হয়তো নিজেই জানেন না যে এই রোদ কতটা ক্ষতি করছে আপনার ত্বকের। শীতের শুষ্ক ভাব কাটতে না কাটতেই এসে গেল বসন্ত। আর এই সময় হালকা গরমের কারণে আপনিও কিছুটা ইচ্ছা করেই শীতকালীন ক্রীম মাখা বন্ধ করে দিলেন। এতে করে কিন্তু আপনার ত্বকেরই বেশি ক্ষতি হচ্ছে। এই সময় আপনার শরীরে বিশেষত মহিলাদের ত্বকে লাল লাল গোটা উঠতে দেখা যায়। যা থেকে চুলকানি বা জ্বালাভাব সৃষ্টি হয় ত্বকে। বসন্তে সূর্যের তাপে আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বকে র্যা শ বেরোতে দেখা যায়।

এই সময় ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বসন্তের শুরুতে এই রোদটা সরাসরি গায়ে না লাগিয়ে কিছুদিন পর তাপমাত্রা স্বাভাবিক হলে তখন বেরলে ভালো হয়। তবে এটা যদি করতে না পারেন তাহলে এমন ময়শ্চারাইজার (Moisturizer), গ্লাই ব্যবহার করুন যাতে ইউরিয়াকোলিক বা ল্যাকটিক অ্যাসিড রয়েছে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে গায়ে, হাতে, পায়ে মেখে নিন, তাহলে গরমও লাগবে না আর আপনার ত্বকও সুরক্ষিত থাকবে।

skin 222222

সাদা হয়ে যায়। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কনুই ও হাঁটু দিয়ে ভর দেওয়ার কাজ বেশি করবেন না। এতে শরীরের ওই জায়গা গুলতে কম চাপ পড়বে। পারলে স্নানের পর শরীরের ওই অংশে নারকেল তেল বা কোন ক্রীম মেখে রাখবেন। এবং তারপর বেশ কিছুটা সময় বাড়ির বাইরে যাবেন না। আগামী সাত দিনের মধ্যে ফলাফল আপনার চোখের সামনে পেয়ে যাবেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর