এই বিশেষ বিশেষ ক্ষেত্রে বাতিলও হয়ে যেতে পারে আধার, জেনে নিন সেগুলি কী কী

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর আবার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর কিংবা ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক হয়ে গেছে৷ এমনকি এই সংযুক্তিকরণের জন্য একটি নির্দিষ্ট দিন ও ধার্য হয়ে গিয়েছে৷ এই দিন ঘরের মধ্যে আধার নম্বর সংযুক্ত করতে না পারলে ওপরের জিনিসগুলি বাতিল বলে গণ্য করা হবে৷ তবে মাথায় রাখতে হবে আধার কার্ডের নম্বর যখন আপনি প্যান রেশন কিংবা ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করবেন তখনআধার কার্ডের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস আপনার নাম ঠিকানা বয়স বা অন্যান্য যে সমস্যাগুলো হয়েছে সেগুলো যেন একই থাকে৷Aadhaar Address Update online b

তবে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে সমস্ত গ্রাহকরা তিন বছর আধার কার্ড ব্যবহার করেননি তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আধার আপডেট করতে হবে৷ আধার আপডেট করার জন্য আপনি যদি আগে থেকে আপনার ফোন নম্বরটি আধার কার্ডে আপডেট করে থাকেন সেক্ষেত্রে ঘরে বসে অনলাইনেই আপডেট করতে পারবেন আর যদি মোবাইল নম্বর না সংযুক্তি করা থাকে সে ক্ষেত্রে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপডেট করতে হবে৷

অনলাইনে আধার কার্ড কীভাবে আপডেট করবেন? অনলাইনে আধার কার্ড আপডেট করতে হলে আধারের ওয়েবসাইটে গিয়ে সেল্ফ সার্ভিস আপডেট  ক্লিক করবেন৷ তারপর নিজের আধার নম্বর দিয়ে লগ ইন করে নাম ঠিকানা জন্মতারিখ লিঙ্গ মোবাইল নম্বর ইমেল আইডি যা যা আপনি বদল করতে চাইছেন সেগুলি বদল করে সাবমিট ক্লিক করবেন৷ এর পর আপনার সেই সংক্রান্ত প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ আপলোড করে সাবমিট করে দিলেই একটি আধার কার্ড আপডেট রিকোয়েস্ট আসবে৷ সেটি সর্বদা নিজের কাছে রাখার চেষ্টা করবেন৷

সম্পর্কিত খবর