বাংলাহান্ট ডেস্ক : পৈতৃক সম্পত্তিতে (Property) মেয়েদের অধিকার থাকবে কিনা এ নিয়ে কিছু ক্ষেত্রে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। ২০০৫ সালেই সালেই হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করে মেয়েদের জন্য সম্পত্তিতে ছেলেদের মতো সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আইনে উল্লেখ থাকা সত্ত্বেও কোনো মেয়েকে পারিবারিক সম্পত্তি (Property) থেকে বঞ্চিত করতে পারে তার বাবা দাদা। কোন কোন ক্ষেত্রে এমনটা করা সম্ভব, জেনে নিন।
সম্পত্তি (Property) থেকে বঞ্চিত হতে পারেন মেয়েরা
উল্লেখ্য, আইন অনুসারে, অবিবাহিত মেয়েরা ছেলেদের মতোই বাবার সম্পত্তির সমানাধিকারী। তবে যদি বাবা একটি আলাদা করে উইল করে যান তবে আইন ছাড়া অন্য রকম ব্যবস্থা হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো বাবা যদি উইল করে যান যে তাঁর নিজের উপার্জিত সমস্ত সম্পদ তাঁর ছেলে পাবে, তবে তাঁর মেয়ে এই সিদ্ধান্তকে আইনি ভাবে চ্যালেঞ্জ জানাতে পারবে না।
বৈধ হতে হবে উইল: সেক্ষেত্রে নিজের উপার্জনের টাকায় কেনা কোনো সম্পত্তি (Property) বহিরাগত সহ যেকোনো ব্যক্তিকেই দেওয়ার স্বাধীনতা রয়েছে তাঁর বাবার। তবে উইলটি বৈধ হতে হবে। এছাড়াও এই নিয়ম পারিবারিক বা বংশগত সম্পদের ক্ষেত্রে কার্যকরী নয়। বংশ পরম্পরায় বা পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে (Property) কারওর একার পূর্ণ অধিকার থাকে না। ছেলে মেয়ের সমান অধিকার থাকে এই সম্পত্তিতে।
আরও পড়ুন : রাখা যাবে না ‘পঞ্জাব’ শব্দ, ১২৭ টি কাটের নির্দেশ! সেন্সর বোর্ডের কাঁচির মুখে দিলজিতের নতুন ছবি
জরিমানা হওয়ার সম্ভাবনা: অন্যদিকে মেয়ের মায়েরা জীবিত থাকতে অনেক সময় কন্যাসন্তানকে সোনার গয়না, বাড়ি সহ বিভিন্ন সম্পদ করে দেন। তবে এক্ষেত্রে ২ লক্ষ টাকার অধিক মূল্যের সম্পদ (Property) হলে আয়কর আইনের অধীনে চেক বা ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে। অন্যথায় মোটা জরিমানা হতে পারে।
আরও পড়ুন : ইনিই হবেন ‘বউদি’, প্রকাশ্যেই ভালোবাসা স্বীকার, এই নায়িকাকেই বিয়ে করবেন সলমন?
হিন্দু অধিকার আইন আরও বলছে, মা জীবিত থাকা অবস্থায় কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর সঙ্গে স্বামীর সম্পত্তির (Property) অধিকার ভাগ করে নিতে হবে স্ত্রীকে। সেই ব্যক্তির কোনও বোন থাকলে তারা হবেন দ্বিতীয় শ্রেণির উত্তরাধিকারী। প্রথম শ্রেণির উত্তরাধিকারী যদি জীবিত না থাকেন তবেই তারা সম্পত্তির ভাগ পাবেন। তাই জটিলতা এড়াতে অনেক আইনজীবীরা জীবদ্দশাতেই বাবা মাকে পরামর্শ দেন একটি স্পষ্ট উইল করে দেওয়ার।