লাগবে না কোনো খরচ! BDO অফিসে না ছুটে এইভাবে নিজের মোবাইলে বদলান রেশন কার্ডে নাম-ঠিকানা

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক কালে দিন যতো এগোচ্ছে ততোই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছি আমরা। শুধু তাই নয়, বর্তমানে অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়েই খুব সহজেই সম্পন্ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। এমনকি, আধার কার্ড (Aadhar Card) থেকে শুরু করে প্যান কার্ড (Pan Card) এমনকি রেশন কার্ড (Ration Card) সংক্রান্ত যেকোনো সমস্যারও সমাধান করে নেওয়া যায় অনলাইন মাধ্যমে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে কিভাবে অনলাইনে রেশন কার্ডে নাম-ঠিকানা বদলানো যায় সেই বিষয়টি উপস্থাপিত করব।

এরফলে আপনি BDO অফিসে না গিয়েও এই গুরুত্বপূর্ণ নথিটিতে নাম-ঠিকানা বদলাতে পারবেন। এই প্রসঙ্গে প্রথমেই জানিয়ে রাখি যে রেশন কার্ড হল ভারত সরকার কর্তৃক জারি করা এমন একটি নথি যার মাধ্যমে প্রতি মাসে সরকারের তরফে রেশন পান গ্রাহকেরা। মূলত, রেশন কার্ড রাজ্য সরকারের তরফে জারি করা হয়। যেটি একটি পরিচয় পত্র হিসেবেও বিবেচিত হয়। তাই, এই কার্ডে যেকোনো ভুল থাকলে তার ফলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। তো চলুন, জেনে নেওয়া যাক কিভাবে আপনি বাড়িতে বসেই এই কার্ডের তথ্য সংশোধন করবেন।

প্রয়োজনীয় নথি: এর জন্য আপনার রেশন কার্ড সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলি দরকার পড়বে সেগুলি হল- আধার কার্ড এবং অন্যান্য পরিচয় পত্র। যার মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।

কত হবে খরচ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রেশন কার্ডে নাম, ঠিকানা সহ জন্ম তারিখ আপডেট করার ক্ষেত্রে কোনো ফি-র প্রয়োজন হয় না।

In this way, change the name-address on the ration card on your mobile

কিভাবে অনলাইনে কাজটি করবেন:
১. এর জন্য সবার প্রথমে আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইট https://epds.nic.in/-এ গিয়ে সেখানকার হোম পেজে থাকা “Ration Card Correction” অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর সেখানে একটি নতুন পেজ খুলে যাবে এবং আপনাকে আপনার রেশন কার্ড নম্বর সহ আধার কার্ডের নম্বরটি দিতে হবে। তারপরে আপনাকে ক্লিক করতে হবে সেখানে থাকা “Search” অপশনে।

আরও পড়ুন: চিন সফরের পরেই অ্যাকশনে মুইজ্জু! এই দিনের মধ্যে ভারতকে সেনা প্রত্যাহারের জন্য “নির্দেশ” দিল মালদ্বীপ

২. Search” অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি স্ক্রিনে আপনার রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন। সেখানে আপনি যেই তথ্যটি আপডেট করতে চান তা করতে পারেন। অর্থাৎ, কোনো ভুল থাকলে সেটি সংশোধন করা যাবে। এইভাবে সমস্ত তথ্য সংশোধন করার পরে আপনাকে “Submit”-অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন: অবাক কাণ্ড! মহিলার ছদ্মবেশে দিতে গিয়েছিলেন পরীক্ষা, হল থেকে পাকড়াও হলেন যুবক, তারপরে যা ঘটল

এইভাবে করে ফেলুন চেক: আপনি আপনার তথ্যটি সঠিকভাবে সংশোধন করতে পেরেছেন কিনা সেই বিষয়টিও চেক করতে পারবেন। তার জন্য আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইট অর্থাৎ https://epds.nic.in/-এ গিয়ে “Application Status” অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখানে রেশন কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর দেওয়ার পর “Search”- অপশনে ক্লিক করতে হবে। এইভাবেই আপনি যে সংশোধন বা আপডেট করতে চেয়েছিলেন সেটি হয়েছে কিনা তা দেখে নিতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর