বাংলা হান্ট ডেস্ক : শুধু সুখবর নয় এক দারুণ খবর বলা যায়। টানা চার বছর ধরে যেভাবে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টানাপড়েন চলছে এবং আইনি জট লেগেই রয়েছে তাতে এর আগে এত ভাল খবর বোধহয় হয়না উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য। অবশেষে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ তুলে নিল কলকাতা উচ্চ আদালত, অর্থাত্ জট মুক্ত হল
তাই শীঘ্রই রাজ্যের সমস্ত স্কুলগুলোর পঞ্চম থেকে অষ্টম শ্রেণি অবধি কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগের নির্দেশ দিল আদালত। টানা এক বছর পর আইনি জট মুক্ত হলো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার শিক্ষক নিয়োগ। 803 জন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হলেও কলকাতা হাইকোর্টের তরফে।
2018 সালে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিভাগে শূন্য পদের মেধা তালিকা চূড়ান্ত করা হয়েছিল, 2019 সালের শুরুতেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় কিন্তু 1693 জন প্রার্থীর মধ্যে প্রথম পর্যায়ে 893 জনকে নিয়োগ করা হলেও বাকি থেকে যায় ওই 803 জন আর তাই তাঁদের তালিকা প্রকাশের পরে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারির আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিলরুবা আফরোজ সহ বেশ কয়েকজন চাকরি প্রার্থী। অস্বচ্ছতার অভিযোগ আনা হয়েছিল।
যদিও সমস্ত শুনানি শেষে চলতি বছরের নভেম্বর মাসে স্থগিতাদেশ প্রত্যাহার করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য, 13 ডিসেম্বর তারিখ অবধি নিয়োগ বন্ধ রাখার মাঝে আবারও নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশের মামলা দায়ের করা হয় হাইকোর্টে। অবশেষে বৃহস্পতিবার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।অর্থাত্ আর কোনও বাধা নেই শীঘ্রই নিয়োগপত্র হাতে পেতে চলেছেন চাকরি প্রার্থীরা।