যোগীরাজ্যে চাকরির ছড়াছড়ি! “রোজগার মহাকুম্ভ ২০২৫”-এ বিপুল কর্মসংস্থানের সুযোগ

Published on:

Published on:

In Uttar Pradesh Yogi is offering huge job opportunities

বাংলাহান্ট ডেস্ক:- যোগীরাজ্যে মিলবে হাজার হাজার চাকরির সুযোগ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চালু হয়েছে নয়া প্রকল্প ‘রোজগার মহাকুম্ভ ২০২৫’ (Rozgar Mahakumbh 2025)। লখনউয়ের (Lucknow) ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে ২৬ থেকে ২৮ শে অগস্ট পর্যন্ত চলবে এই মেগা ইভেন্ট। তিনদিনের নয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ যুবক-যুবতীরা বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে সরাসরিভাবে যুক্ত হতে পারবে বলে জানা যাচ্ছে।

উত্তরপ্রদেশে ‘রোজগার মহাকুম্ভ ২০২৫’ (Uttar Pradesh)

উত্তরপ্রদেশের তরুণ-তরুণীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উদ্যোগে শুরু হল নতুন প্রকল্প ‘রোজগার মহাকুম্ভ ২০২৫’। ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে এই তিন দিনের মেগা কর্মসংস্থান উৎসব। লক্ষ্য, রাজ্যের লক্ষ লক্ষ যুবক-যুবতীর হাতে চাকরির সুযোগ তুলে দেওয়া এবং শিল্প সংস্থাগুলির সঙ্গে তাদের সরাসরি সংযোগ স্থাপন করা।

আরও পড়ুন: রাজ্যের আর্জি মঞ্জুর! সুপ্রিম কোর্টে পিছল DA মামলা, পরবর্তী শুনানি কবে?

এই মহাকুম্ভে অংশ নিচ্ছে দেশের ও বিদেশের নামী-দামী ১০০ টিরও বেশি কোম্পানি। আয়োজকরা জানিয়েছেন, অন্তত ৫০,০০০ তরুণ-তরুণী এই আয়োজনের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন। প্রযুক্তি ক্ষেত্র থেকে শুরু করে ই-কমার্স, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি গাড়ি নির্মাণ শিল্পও যুক্ত হয়েছে এই উদ্যোগে। মাইক্রোসফট, ইন্টেল এবং ওয়াদওয়ানি এআই-এর মতো সংস্থাগুলি সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং, এআই এবং হার্ডওয়্যার ডিজাইনে চাকরির সুযোগ দেবে। অন্যদিকে, ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো ই-কমার্স জায়ান্ট সংস্থাগুলি সাপ্লাই চেইন, লজিস্টিকস, ডেটা অ্যানালিটিক্স ও অনলাইন ব্যবসার জন্য কর্মী নিয়োগ করবে।

শুধু তাই নয়, আর্থিক এবং ব্যাঙ্কিং ক্ষেত্রেও প্রচুর নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি মাহিন্দ্রার মতো বড় গাড়ি নির্মাতা সংস্থা কারিগরি শিক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ সুযোগ রাখছে। ফলে রাজ্যের দক্ষ যুবশক্তি নানাভাবে নিজেদের কেরিয়ার গড়ার সুযোগ পাবে। এই‘রোজগার মহাকুম্ভ ২০২৫’-এর কাঠামোও বিশেষভাবে সাজানো হয়েছে। এখানে থাকবে তিনটি ভিন্ন প্ল্যাটফর্ম। প্রথমত, ‘এমপ্লয়মেন্ট কনক্লেভ’ বিভাগে চাকরিপ্রার্থীরা সরাসরি বিভিন্ন শিল্প সংস্থা ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনার সুযোগ পাবেন। দ্বিতীয়ত, ‘অন-স্পট ইন্টারভিউ এবং প্লেসমেন্ট ড্রাইভ’-এর মাধ্যমে সংস্থাগুলি সরাসরি প্রায় ৫০,০০০ চাকরিপ্রার্থীকে নিয়োগ করবে। তৃতীয়ত, ‘এগজিবিশন প্যাভিলিয়ন’ বিভাগে প্রদর্শিত হবে উত্তরপ্রদেশ সরকারের শিল্প নীতি এবং দক্ষতা উন্নয়নের মডেল।

In Uttar Pradesh Yogi is offering huge job opportunities

 

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানের লক্ষ্যে ভারতের ভূমিকায় রয়েছে আস্থা! মোদীকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

জানা যাচ্ছে, এই মহাকুম্ভ শুধু কর্মসংস্থানের দরজাই খুলবে না, বরং উত্তরপ্রদেশকে শিল্প ও কর্মক্ষেত্রে ভারতের অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য রাজ্যের যুবসমাজকে আত্মনির্ভর করে তোলা এবং শিল্পক্ষেত্রে উত্তরপ্রদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।

সব মিলিয়ে, হাজার হাজার তরুণ-তরুণীর জন্য স্বপ্ন পূরণের মঞ্চ হয়ে উঠছে এই রোজগার মহাকুম্ভ। আশা করা হচ্ছে, আগামী দিনে উত্তরপ্রদেশ দেশের কর্মসংস্থানের মানচিত্রে আরও উজ্জ্বল হয়ে উঠবে।