সক্রিয় যোগী সরকার,উত্তর প্রদেশেই প্রথম লাগু হবে CAA আইন

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে যেখানে সংশোধিত নাগরিকত্ব আইন(CAA) ও দেশের জাতীয় নাগরিকপঞ্জি(NRC) রুখতে আন্দোলেন ঝড় বইছে, সেখানে  এই প্রথম যোগী সরকারের রাজ্যে অর্থাত্ উত্তর প্রদেশে শোনা গেল সম্পূর্ণ অন্য সুর।  ইতিমধ্যেই সেখানে সরকারি নির্দেশিকা জারি করা হল, দেশের মধ্যে প্রথম এই রাজ্যেই সিএএ চালুর কাজ শুরু হবে।

yogi 2

 

প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা শরণার্থী , যারা মুসলিম নয়, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসিক এবং খ্রীষ্টানদের একটি তালিকা নির্মিত হবে। যাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। আর সেটি কার্যকর হলে দেশের মধ্যে উত্তর প্রদেশেই প্রথম হবে এই ঘটনা।

উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব অবিনাশ আওয়াস্থি জানিয়েছেন, দশকের পর দশক ধরে যেসব সংখ্যালঘু শরণার্থীরা প্রতিবেশী ওই তিন রাষ্ট্র থেকে থেকে ভারতে এসে রয়েছেন, তাঁদের তালিকা করে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। যদিও এই তালিকায় নজর দেওয়া হবে সেই সব শরণার্থীদের যারা আইনত ভারতে এসে রয়েছেন। সিএএ নিজেদের রাজ্যে কার্যকর করতে সর্বপ্রথম তত্পর হয়েছে উত্তর প্রদেশ সরকার।

সিএএ-র বিরুদ্ধে দেশজুড়ে হওয়া বিক্ষোভ-আন্দোলনের জেরে সবথেকে বেশী সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে যোগী রাজ্যে । এখনও পর্যন্ত উত্তর প্রদেশে প্রায় ৪০ জনের বেশি মানুষ মারা গিয়েছে প্রতিবাদ করতে গিয়ে । সেই যোগী রাজ্যেই এবার সর্বপ্রথম হতে চলেছে সিএএ চালুর কাজ । চরম সন্ত্রাসের মুখে পড়তে পারে এর রাজ্য, আশঙ্কায় ধর্মগুরুরা। সিএএ-র প্রতিবাদ করতে গিয়ে যেখানে জনতার মৃত্যু পর্যন্ত হয়েছে, সেখানে সিএএ-র কাজ চালু হলে না জানি কী ঘটনা ঘটবে!

 

সম্পর্কিত খবর