২০৩০ পর্যন্ত ছাড়, কর নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

Published on:

Published on:

Income Tax break extended till 2030

বাংলা হান্ট ডেস্কঃ এই বছরের বাজেটে কর ছাড়ে উদার হয়েছে কেন্দ্র। চলতি অর্থবর্ষেই আয়কর (Income Tax) ছাড়ের সীমা বাড়ানো হয়েছিল ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত। এবার আরও বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। সোভেরেইন ওয়েলথ ফান্ড (SWF) ও পেনশন তহবিল (Pension Fund) থেকে প্রাপ্ত আয়ের উপর কর ছাড়ের মেয়াদ বাড়ানো হল আরও ৫ বছর, ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত।

বিদেশি লগ্নি টানতেই আয়কর ছাড়ের (Income Tax) হাতছানি

রেভিনিউ দফতরের (Revenue Department) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজেটে ঘোষিত কর ছাড়কে বাস্তব রূপ দিল কেন্দ্র। মূলত SWF ও পেনশন তহবিল থেকে যে লভ্যাংশ (Dividend), দীর্ঘমেয়াদি পুঁজি লাভ (Long-term capital gain), বা যেকোনো রকমের আয়, তা করের আওতার বাইরে রাখা হচ্ছে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র ২০২০ সালের ১ অক্টোবরের পর বিনিয়োগকারীরা। সরকারের এই নীতির পিছনে লক্ষ্য অত্যন্ত স্পষ্ট—ভারতের পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, টেলিকমের মতো সেক্টরে বিদেশি বিনিয়োগ (Foreign Investment) টেনে আনা।

Income Tax break extended till 2030

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়কের ডিগ্রিতে কারচুপি! নথি দেখিয়ে প্রশ্ন সুকান্তর, কী প্রতিক্রিয়া লাভলির?

আয়ের উপর বাড়তি ছাড়েও স্বস্তি মধ্যবিত্তে

অন্যদিকে, ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে এই অর্থবর্ষেই ঘোষণা করা হয়েছিল, বার্ষিক ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় (Income) হলে কোনও কর দিতে হবে না। ফলে মধ্যবিত্ত করদাতারাও পেয়েছেন বড় স্বস্তি। যদিও সমস্ত কর ছাড়ের শর্ত ও নিয়ম নিয়ে সাবধানে পড়াশোনা করা প্রয়োজন। বিনিয়োগ (Investment) সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করে নেওয়াই বাঞ্ছনীয়।

ইতিমধ্যেই আয়কর ছাড় (Income Tax) সংক্রান্ত এই ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। অর্থনৈতিক বিশেষজ্ঞরাও বিশ্লেষণ করছেন, কেন্দ্রের এই পদক্ষেপ আদতে দেশের বিনিয়োগ পরিবেশ (Investment climate) কতটা উন্নত করতে পারবে।