একই দিনে রাজ্যের চার সরকারি ঠিকাদারদের বাড়িতে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! অঙ্ক শুনলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার থেকে টানা কর্নাটক-সহ চার রাজ্যে অভিযান চালাচ্ছিল আয়কর দফতর (Income Tax Department)। আর সেই অভিযানে নাকি সরকারি ঠিকাদারদের থেকে মোট ১০২ কোটি টাকা উদ্ধার হয়েছে। আয়কর দফতর গত কয়েকদিন ধরে অভিযান চালানোর পর বিবৃতি জারি করেছে। তাতে দাবি করা হয়েছে , কর্নাটক (Karnataka), অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা এবং দিল্লিতে সরকারি ঠিকাদার, প্রোমোটার এবং তাঁদের সহযোগীদের বাড়িতে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। সবমিলিয়ে ৫৫টি জায়গায় অভিযান চালানো হয়।

এছাড়াও কয়েকদিন আগে কর্নাটকের এক কংগ্রেস (Congress) নেতার আত্মীয়ের বাড়ি থেকে ৪২ কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই অভিযানে সব মিলিয়ে ৯৪ কোটি নগদ টাকা এবং আট কোটি টাকা মূল্যের সোনা-হিরের গয়না উদ্ধার হয়েছে বলে আয়কর দফতরের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, বিভিন্ন সরকারি ঠিকাদারদের বাড়িতে এবং অফিসে অভিযান চালিয়ে হিসাব বহির্ভূত টাকা এবং গয়না বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘কর্নাটকের দুর্ভাগ্য যে কংগ্রেস সরকার অর্থ তছরুপ, দুর্নীতি (Corruption) এবং আসন্ন নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের জন্য এটিএম (ATM) বানিয়েছে।’

Untitled design 2022 06 11T115808.071

পাল্টা এই নিয়ে সিদ্দারামাইয়া বলেন, ‘কারওর বাড়িতে নগদ পাওয়া গিয়েছে বলে তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগের প্রমাণ কোথায়?’ জানা গিয়েছে, চার রাজ্যে ঠিকাদারদের বাড়ি থেকে মোট ১০২ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর।

Monojit

সম্পর্কিত খবর