বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল। আর সেদিনই অ্যাকশনে দেখা গেল সিবিআই, আয়কর দফতরকে (Income Tax)। একদিনে সন্দেশখালিতে হানা দিয়ে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার করে সিবিআই। অন্যদিকে গতকাল রাতে হুগলির (Hooghly) মগরায় হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা (Income Tax Raid)। রাত ৮টা নাগাদ মগরা পশ্চিমের শেখপাড়া নিবাসী পবন ঘোষের বাড়িতে হাজির হন আইটি কর্তারা।
জানা যাচ্ছে, প্রায় ঘণ্টা চারেক পবনের বাড়িতে ছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। সেখান থেকে দু-একটি কম্পিউটার সহ বেশ কিছু যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেন তাঁরা। রাত ১২টার কিছু পরে পবনের বাড়ি থেকে বেরোন। যদিও কী কারণে এই তল্লাশি সেই বিষয়ে এখনও অবধি স্পষ্ট নয়। এদিকে পবনের বাড়িতে আয়কর হানার খবর শুনে অবাক হয়ে যান প্রতিবেশীরা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাতে ৭-৮ জন আয়কর আধিকারিকের একটি দল গাড়ি করে পবনের বাড়িতে আসে। সিআরপিএফ জওয়ানরাও ছিলেন তাঁদের সঙ্গে। জওয়ানরা বাড়ির বাইরে পাহাড়া দিচ্ছিলেন। একজন স্থানীয় বাসিন্দা জানান, আয়কর হানার আগে বেশ কয়েকবার পুলিশ টহল দিয়ে যায় এলাকা থেকে।
আরও পড়ুনঃ বাম আমলে নিয়োগ দুর্নীতি! হাই কোর্টের এক রায়ে চাকরিহারা ২২০০ শিক্ষক! তোপ দাগল তৃণমূল
এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, কুন্তিঘাট এলাকায় কেশোরাম রেয়ন কারখানায় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কর্মী ছিলেন পবন। তাঁর স্ত্রী এবং দুই ছেলেমেয়ে রয়েছে। ছেলে কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অন্যদিকে তাঁর মেয়ে মণিপাল হাসপাতালের নার্স।
পবনদের দেশের বাড়ি গলসিতে হলেও বিগত প্রায় দেড় দশক ধরে মগরায় বসবাস করছেন পবনরা। স্থানীয় বাসিন্দাদের কথায়, এলাকায় প্রচুর জমিজমাও রয়েছে তাঁদের। তবে ভোটের প্রাক্কালে ঠিক কী কারণে তাঁদের বাড়িতে আয়কর হানা দিল তা এখনও জানা যায়নি। আয়কর দফতরের আধিকারিকরা এই বিষয়ে এখনও অবধি মুখ খোলেননি।