আয়কর জমা দেওয়ার শেষ দিন আজ! ভুলে গেলেই জরিমানার পাশাপাশি হতে পারে হাজতবাস, জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক বছর ধরে আয়কর (Income Tax) জমা দেওয়ার ক্ষেত্রে শেষ সময়সীমা বৃদ্ধি করা হলেও এবারে সেই পথে আর হাঁটতে চাইছে না কেন্দ্র সরকার। এ বছর এই প্রসঙ্গে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিতে চলেছে তারা। বলে রাখা ভালো, আজ, ৩১শে জুলাই আয়কর জমা দেওয়ার শেষ দিন। ফলে আপনি যদি এখনো পর্যন্ত আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে না থাকেনজ তবে দেরি না করে এখনই তা করে নিন। কারণ, এক্ষেত্রে আয়কর জমা না দিলে ফাইন কাটার পাশাপাশি জেল পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যে সাড়ে চার কোটির ওপর মানুষ আয়কর জমা দিয়েছেন। গতকালই সেই সংখ্যা ৪০ লাখের ওপর পৌঁছেছে। একইভাবে আজ শেষ দিনেও বহু মানুষ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন বলেই মনে করা হচ্ছে। সুত্র মারফত জানা গিয়েছে যে, যদি কোন ব্যক্তি আজকের মধ্যে আয়কর জমা না দেন, তবে তাকে জরিমানা পর্যন্ত দিতে পারে। এমনকি এ ক্ষেত্রে জেল হলেও অবাক হওয়ার কিছু নেই। অপরদিকে, ফাইন হিসেবে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

এক্ষেত্রে এমন বহু মানুষ রয়েছেন, যারা এ সম্পর্কে অবগত ননম ফলে কি কি সাজা হতে পারে, তা দেখে নেওয়া দরকার। আইটি রিটার্ন ফাইল সঠিক সময়ে জমা না করলে লেট ফি দিতে হবে, যার পরিমাণ ৫ হাজার টাকা পর্যন্ত হতে চলেছে। এক্ষেত্রে ২৩৪A এবং ২৩৪B ও ২৩৪C-এর অধীনে সুদ দিতে হবে।

লেট ফি দেওয়ার প্রসঙ্গে বেশ কয়েকটি বিষয় নজরে রাখতে হবে। যদি আপনার বার্ষিক আয় ৫ লাখ টাকার কম হয়, তবে দেরিতে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে আপনার জরিমানার পরিমাণ হবে ১ হাজার টাকা। অবশ্য আয় পাঁচ লাখ টাকার অধিক হলেই সেক্ষেত্রে লেট ফির পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫ হাজার টাকা। অপরদিকে, আয়কর জমা না করতে পারলে প্রতিমাসে আপনাকে এক শতাংশ হারে সুদ দিতে হতে পারে।

আজকের মধ্যে ইনকাম ট্যাক্স জমা করতে না পারলে জেল হেফাজত পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে হাজতবাসের সময়সীমা প্রতিটি ক্ষেত্রে ভিন্ন। যদি আপনার বকেয়া ট্যাক্সের পরিমাণ ২৫ লাখ টাকার অধিক হয়, তবে আপনার ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে। অবশ্য এক্ষেত্রে শাস্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে ৭ বছর হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর