যোগাযোগ বাড়াচ্ছে সিপিএম নেতাদের সঙ্গে, পিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্যত বাম দল

বাংলাহান্ট ডেস্কঃ ২১ শেই নির্বাচন। তারই আগে নিজেদের টিম সাজাতে মরিয়া বাংলার রাজনৈতিক দল। প্রশান্ত কিশোরের (Prashant Kishor) টিম দলের দুর্নীতিগ্রস্থদের তালিকা তৈরি করছিল বলে কিছুদিন আগেই শোনা গিয়েছিল। কিন্তু এবার তাঁরই বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চাইছে সিপিএম (Communist Party of India) দল।

সিপিএম নেতাদের সঙ্গে যোগাযোগ করছে পিকের টিম
নির্বাচনের পূর্বে বিভিন্ন সিপিএম নেতাদের সঙ্গে যোগাযোগ করছে পিকের টিম, এমনটাই অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন এলাকার প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের এই বিষয়কে একেবারেই ভালো নজরে দেখছে না মুজফফর আহমেদ ভবনের সিপিএমের শীর্ষ নেতৃত্ব। এমনকি দলের সমস্ত নেতা মন্ত্রীদের ফোন রেকর্ড করারও সদ্ধান্ত নেওয়া হয়েছে।

mc8a2qcc prashant kishor 625x300 16 January 19 2

ক্ষিপ্ত সিপিএমের শীর্ষ নেতৃত্বরা
উত্তরবঙ্গের এক প্রাক্তন সিপিএম বিধায়কের পর জানা গিয়েছে এবার গতকাল রাজ্যের প্রাক্তন তথ্য-প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসের  টেলিফোন মারফত যোগাযোগ করেছে পিকের টিম। সিপিএমের এই প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের এই ঘটনায় অত্যন্ত ক্ষিপ্ত আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনের সদস্যরা। ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সমগ্র বিষয়টিকে গুরুত্ব না দিয়েই জানিয়েছেন, ‘বামপন্থী সদস্যদের শিরদাঁড়া অত সহজেই বিক্রি হয় না। রাজ্যের মানুষ আগামীদিনে ঠিকই এদের যোগ্য জবাব দেবে’।

কল্লোল মজুমদার জানিয়েছেন
ঘটনার বিষয়ে কলকাতার সিপিএম জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেছেন, ‘সমস্ত বিষয়টিি আমাদের নজরে রয়েছে। পিকের টিম ঠিক কতদূর যোগাযোগ করতে পারে, তাও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাজ্যের প্রাক্তন তথ্য-প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসের সঙ্গে যোগাযোগ করে তাঁর সঙ্গে বৈঠক মারফত এলাকার কাজের বিষয়ে জানতে চাওয়া হয়েছে’।

image 138

লক্ষ্য রাখছেন মন্ত্রী দেবেশ দাসও
তবে পিকের টিমের টেলিফোনের বিষয়ে তথ্য-প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস জানিয়েছেন, ‘পিকের টিমের নাম শুনেই আমি বৈঠকের প্রস্তাব বাতিল করে দিই। তবে বর্তমানে লক্ষ্য রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে আর কখনও পিকের টিম এমন ঘটনা না ঘটাতে পারে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর