সিডনিতে ফের ব্যাপক করোনা সংক্রমণ, ভেস্তে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে চলছে ভারত ও অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজ (India vs australia test series)। ইতিমধ্যেই প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে গিয়েছে অ্যাডিলেডে। আগামী 7 ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত অষ্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ এই টেস্ট ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। আর এই সিডনিতেই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

842249110f6cb8072719a3302056204c6ce70fafb7c3feab8d319ebf4a329bda3fcab6e0

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আমরা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যদি সম্ভব হয় তাহলে তৃতীয় টেস্ট ম্যাচটি সিডনিতেই করা হবে। এছাড়াও গোটা টেস্ট সিরিজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেদিকেও নজর রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট। আর সেই কারণেই ক্রিকেটারদের কঠোর জৈব সুরক্ষা বিধি নিয়ম মেনে চলতে হচ্ছে। তবে গতকালের থেকে আজকের সংক্রমণের হার অনেকটাই কমেছে যা স্বস্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার আসায় রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট।

224733386775f02f144999877538997e03f0396fba972467121308f297f1db62e5e95bfa8 1

তবে একান্তই যদি সিডনির পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে সিডনি থেকে তৃতীয় টেস্ট ম্যাচটি সরিয়ে আনা হতে পারে মেলবোর্নে। ইতিমধ্যে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে পরপর দু’টি টেস্ট ম্যাচ করার ধকল তারা নিতে পারবে কিনা? পরপর দু’টি টেস্ট ম্যাচ করার মত তাদের কাছে পিচ রয়েছে কিনা? সেই সঙ্গে এই মুহূর্তে চোট সরানোর জন্য সিডনিতে থাকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকেও মেলবোর্নে আনার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর