কমনওয়েলথে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ভারতীয় পুরুষ হকি দলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারতীয় হকি দল অপেক্ষাকৃত দুর্বল ঘানাকে প্রথম ম্যাচে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল। শুধুমাত্র হারানো বললে ভুল হবে বরং সেই ম্যাচে ভারতীয় দল ঘানাকে ১১ গোলের মালা পরিয়ে ছিল। জবাবে ঘানা একবারও ভারতের গোলে বল জড়াতে পারেনি। এসেই জয়ের পর আত্মতুষ্ট না হয়ে ভারতীয় পুরুষ হকি দলের কোচ গ্রাহাম রিড পরবর্তী কঠিন প্রতিপক্ষ দের বিরুদ্ধে মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু করে তিন গোলে এগিয়ে ও শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে জয় হাতছাড়া করে ফিরল ভারতীয় পুরুষ হকি দল।

আজ হয়তো ২০২২ সালের কমনওয়েলথ গেমসের পুরুষ হকি দলগুলির মধ্যে শ্রেষ্ঠ ম্যাচটি ক্রীড়াপ্রেমীরা দেখে ফেলেছেন। খেলার মাঝের পর্যায়ে ভারত ৩-০ ফলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে ভারতের বরুণ কুমার এবং গুরজন্তকে শৃঙ্খলাভঙ্গের জেরে দেওয়া সাসপেনশনের পূর্ণ সুবিধা নেয়। শেষপর্যন্ত তারা ম্যাচটি ৪-৪ ফলে ড্র করে। শেষ বাঁশি বাজার পর বেশিরভাগ ভারতীয় খেলোয়াড়কে দেখে মনে হচ্ছিলো তারা খেলা শেষ হয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছেন। কারণ খেলা যেভাবে এগোচ্ছিল তারা ইংল্যান্ড ম্যাচ জিতে গেলেও অবাক হওয়ার ছিল না।

indian hockey team ghana

ভারত ম্যাচের প্রথম দিকে ললিত উপাধ্যায়ের দ্বিতীয় মিনিটের গোলে এবং পরে মন্দীপ সিংয়ের ১৩ এবং ২৩ মিনিটের জোড়া গোলে ৩-০ লিড নিয়েছিল। ৪৬ মিনিটে হরমনপ্রীত সিং ৪-১ করেছিলেন ভারতের হয়ে। তার আগে ৪২ মিনিটে লিয়াম আনসেল ব্যবধান কমিয়ে ছিলেন ইংল্যান্ডের হয়ে। এরপর নিক বান্দুরাক এবং ফিল রফারের গোলে ম্যাচ ড্র করে ইংল্যান্ড।

ভারত যেভাবে ম্যাচ হাতছাড়া করেছে তাতে একেবারেই সন্তুষ্ট থাকবেন না ভারতীয় কোচ গ্রাহাম রিড। ঘানার বিরুদ্ধে জয়ের পরই তিনি বলেছিলেন এখনো ভারতের ইংল্যান্ড, ওয়েলসের মত দলগুলোর সঙ্গে খেলা বাকি। বার্মিংহামের আবহাওয়ায় ওই দলগুলিকে ভারতের সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা তিনি আগে থেকেই জানতেন। আগাম সর্তকতা স্বত্তেও বিশ্বের ৬ নম্বর হকি দলের কাছে বিশ্বের ৫ নম্বর হকি দল ভারতের এগিয়ে গিয়েও ম্যাচ হাতছাড়া করা একেবারেই স্বস্তি দেবে না ভারতীয় দলের কোচকে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর