বাংলা হান্ট ডেস্কঃ আজ ১৫ই অগাস্ট, ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day)। সেজে উঠেছে গোটা ভারত। দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপনে নানা অনুষ্ঠান। সকালেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী হিসেবে দশম বার লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছেন নমো।
সকাল ১০টা ৩০ মিনিটে রেড রোডে (Red Road Kolkata) পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্য পুলিশের বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে হল পুষ্পবৃষ্টি। হেলিকপ্টারের উড়ানে ছিলেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপটেন কে এম রেড্ডি।
আরও পড়ুন: কপাল খুলছে দেশবাসীর! স্বাধীনতা দিবসের দিনই টাকা দেওয়ার ঘোষণা মোদীর, কারা কত পাবেন?
এদিন সকাল ১০টা ১৭ নাগাদ রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।
আরও পড়ুন: প্রকাশিত হল টেট পরীক্ষার তারিখ! কিভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট? জেনে নিন
কড়া নিরাপত্তায় ঘেরা রয়েছে রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আমলারা। অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিজি মনোজ মালব্য। আমলা ও পুলিশ আধিকারিকদের আলাদা করে পুরস্কৃত করেন মমতা।