স্বর্ণখনিতে মিলবে ছাড়! আফগানিস্তানে বিনিয়োগের লক্ষ্যে ভারতীয় সংস্থাগুলিকে আহ্বান তালিবান সরকারের

Published on:

Published on:

India-Afghanistan relation getting more efficient.
Follow

বাংলাহান্ট ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক কাবুল যাত্রার প্রায় একশত বছর পর, আফগানিস্তানের (India-Afghanistan) তালিবান সরকার এবার ভারতীয় বিনিয়োগকারীদের জন্য ব্যাপক আর্থিক প্রণোদনার প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে। তালিবান সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ নুরউদ্দিন আজিজি বর্তমানে ছয়দিনের সফরে ভারতের দিল্লিতে অবস্থান করছেন, যেখানে তিনি সোমবার ভারতীয় বণিক সংস্থার সাথে এক আলোচনায় অংশ নেন। এই বৈঠকে তিনি আফগানিস্তানে ভারতীয় বিনিয়োগের জন্য এক চুক্তি পেশ করেন, যার মধ্যে নতুন ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলিকে পাঁচ বছরের জন্য করমুক্ত সুবিধা এবং বিনিয়োগ সংক্রান্ত সরঞ্জাম আমদানিতে মাত্র এক শতাংশ শুল্কের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

আরও উন্নত ভারত-আফগানিস্তান (India-Afghanistan) সম্পর্ক

আফগান বাণিজ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন, “আফগানিস্তানে  (India-Afghanistan) আপনারা প্রচুর সম্ভাবনা পাবেন, খুব বেশি প্রতিযোগীও পাবেন না এবং শুল্ক ক্ষেত্রেও সাহায্য পাবেন।” এই ঘোষণার পাশাপাশি ভারত ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেরও উল্ল্যেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পাকিস্তান, আফগানিস্তান ও ইরান) আনন্দ প্রকাশ শুক্রবার ঘোষণা করেছেন যে কাবুল-দিল্লি সেক্টর এবং কাবুল-অমৃতসর রুটে মালবাহী বিমান করিডোর সক্রিয় করা হয়েছে এবং খুব শীঘ্রই এই সেক্টরগুলিতে কার্গো উড়ান চলাচল শুরু হবে।

আরও পড়ুন:চিকেন’স নেকের দিকে রয়েছে নজর? ভারত থেকে মাত্র ২০ কিমি দূরে সামরিক ঘাঁটি তৈরি করছে বাংলাদেশ

উল্লেখ্য, ২০২১ সালে পূর্ববর্তী সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসা তালিবান সরকারকে ভারত (India-Afghanistan) এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও, সম্প্রতি দিল্লিতে কাবুলের দূতাবাস পুনরায় চালু করেছে এবং গত মাসে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির ভারত সফর এই সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আজিজির এই সফর তালিবান সরকারের ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় মন্ত্রীস্তরের সফর, যা দুই দেশের মধ্যেকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের দ্রুত উন্নতির ইঙ্গিত বহন করছে।

এই উন্নয়নের পাশাপাশি, আফগানিস্তান (India-Afghanistan) থেকে উদ্বাস্তু হয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের দেশে ফিরিয়ে আনার এবং তাদের সম্পত্তি ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তালিবান সরকার। গত মাসে পররাষ্ট্রমন্ত্রী মুতাক্কি এবং এবার বাণিজ্যমন্ত্রী আজিজি – উভয়েই এই একই বার্তা দিয়ে বলেছেন যে আফগানিস্তানে ফিরে আসা হিন্দু ও শিখরা তাদের পুরোনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরোনো ব্যবসা বা পেশা পুনরায় শুরু করতে সরকারি সাহায্য পাবেন।

India-Afghanistan trade relation getting more efficient.
নুরুদ্দিন আজিজি

আরও পড়ুন: একটা সমস্যাই বদলে দিল জীবন! ছত্তিশগড়ের এই দুই ভাই যা করলেন… এখন হচ্ছে কয়েক কোটির উপার্জন

এই সমগ্র পরিস্থিতি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ১৯৪১ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পূর্ণ স্বরাজের লক্ষ্যে যে কাবুল যাত্রা করেছিলেন, তার প্রায় শতবর্ষ পরে দুই দেশের মধ্যে গড়ে উঠছে এক নতুন ধরনের অর্থনৈতিক অংশীদারিত্ব। যদিও আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি এখনও বাকি, তবুও বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এই নতুন সহযোগিতা দুই দেশের (India-Afghanistan) সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।