বাংলা হান্ট নিউজ ডেস্ক: তাসের ঘরের মতো ভেঙে গেল ভারতীয় ব্যাটিং লাইন-আপ। ইন্দোর টেস্ট (Indore Test) শেষ হওয়ার পর এই পিচ নিয়ে যে বড় রকমের প্রশ্ন চিহ্ন উঠবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ন্যাথান লিয়ন (Nathan Lyon) দুই অনভিজ্ঞ স্পিনার টড মার্ফি ও কুহেনেম্যানকে (Matthew Kuhnenmann) সঙ্গে নিয়ে ভারতের ব্যাটিংকে চুরমার করে দিলেন। কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না কোহলি, পূজারা, রোহিতরা। মাত্র ৩৪ ওভারে মধ্যে ১০৯ রানে গুটিয়ে গেল ভারতীয় দলের (Team India) ইনিংস।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দলে ছিল দুটি পরিবর্তন। চূড়ান্ত অফ ফর্মে থাকা লোকেশ রাহুলের বদলে দলে এসেছিলেন শুভমান গিল। বিশ্রাম দেওয়ার কারণে মহম্মদ শামিকে বাদ দিয়ে দলের শামিল করা হয়েছিল উমেশ যাদবকে। অস্ট্রেলিয়া দলেও ছিল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিয়মিত অধিনায়ক পেট কামিংস দেশে থাকায় অধিনায়কত্ব করছিলেন স্টিভ স্মিথ এবং তার জায়গায় দলে এসেছিলেন মিচেল স্টার্ক।
রোহিত শর্মার ভাগ্য ভালো ছিল। তাই সিরিজে প্রথমবার খেলতে নামা স্টার্কের বলে প্রথমে কট বিহাইন্ড এবং তারপর এলবিডব্লিউ হলেও আম্পায়ারের সিদ্ধান্তের কারণে বেঁচে যান তিনি। অস্ট্রেলিয়াও ভুলবশত রিভিউ না নিয়ে তাকে জীবন দান দেয়। এরপর অস্ট্রেলিয়ার পেসারদের সামনে দ্রুত গতিতেই রান তুলছিলেন গিল এবং রোহিত। কিন্তু স্পিনাররা বোলিংয়ে আসতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ভারতের দুই ওপেনারকে ড্রেসিংরুমে ফেরত পাঠান বাঁ-হাতি স্পিনার ম্যাথু কুহেনম্যান।
রোহিত (১২) একপ্রকার স্টেপ আউট করে ছক্কা মারতে গিয়ে নিজের উইকেটটি উপহার দিয়ে আসেন। গিল (২১) আগ্রাসী ব্যাটিং করছিলেন কিন্তু স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর আসরে যোগদান করেন তারকা অফ-স্পিনার ন্যাথান লিয়ন। পুজারা এবং জাদেজাকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন তিনি। এরপর নিজেদের মধ্যে ২৫ রানের একটি পার্টনারশিপ করে ভারতকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন বিরাট কোহলি এবং শ্রীকর ভারত। কিন্তু শেষপর্যন্ত লাভ হয়নি।
মার্ফির বলে এলবিডব্লিউ হন বিরাট (২২)। লিয়নের বলে একইরকমভাবে আউট হন শ্রীকর ভরত (১৭)। এরপর অক্ষর এবং অশ্বিন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি আজকে। উমেশ যাদব শেষ দিকে নেমে কিছু বড় শট মেরে ভারতের স্কোর ১০০ পার করিয়ে দেন। নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা কুহেনম্যান ৯ ওভারে দুটি মেডেন সহ মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন। ৩ উইকেট আসে লিয়নের ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই অজি ওপেনার ট্র্যাভিস হেডকে ফিরিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। লাবুশানেকেও তিনি বোল্ড করেছিলেন কিন্তু ডেলিভারিটি নো বল হওয়ায় আপাতত বেঁচে গেছেন অজি ব্যাটার। এই মুহূর্তে ইন্দরের পিছের যা পরিস্থিতি তাতে ম্যাচ যে তিনদিনের বেশি গড়াবে না, তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়।