সোমবার নতুন বছরকে স্বাগত জানাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্রাম্পের সাথে কুশল বিনিময়ের পর আগামী বছরে ভারত-মার্কিন সম্পর্ক আরও উন্নত করার কথা বলেছেন। নরেন্দ্র মোদীর তরফ থেকে মার্কিন প্রেসিডেন্টকে ফোন করা হয় বলে সূত্রে খবর।
এদিন মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে ” ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক যা বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে তা আমাদের শক্তিতে পরিণত হয়েছে। মোদি ” বিগত বছরে এই সম্পর্ক আরো গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেছেন এবং পারস্পরিক সকল ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে ট্রাম্পের সাথে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।”
অন্য দিকে আমেরিকার রাষ্ট্রপতিও ভারতের জনগণের নতুন বছরে সমৃদ্ধি ও অগ্রগতির কামনা করেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন। ট্রাম্প ও ভারত এবং আমেরিকার বিগত কয়েক বছরে সম্পর্কের সাফল্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার জন্য তৎপর হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে। সম্প্রতি আমেরিকা- ইরান সম্পর্ক উতপ্ত । সে নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।