জমে গেল এশিয়া কাপের লড়াই! ৪১ বছরে এই প্রথম ফাইনালে মুখোমুখি ভারত-পাক, কে এগিয়ে পরিসংখ্যানে?

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপ প্রথম খেলা হয় ১৯৮৪ সালে। তারপর থেকে এখনও পর্যন্ত এশিয়া কাপের ১৭ টি মরশুম সম্পন্ন হয়েছে। এদিকে, ১৯৮৪ থেকে ২০২৫ সালের মধ্যে ৪১ বছরের ব্যবধান রয়েছে। তবে, এই প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান এই টুর্নামেন্টের ফাইনালে (Asia Cup 2025 Final) মুখোমুখি হবে। তার মানে, সামগ্রিকভাবে, এটি এই টুর্নামেন্টের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জমে গেল এশিয়া কাপের লড়াই (Asia Cup 2025 Final):

গত ২৫ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে ভারতের বিরুদ্ধে ফাইনালে (Asia Cup 2025 Final) জায়গা করে নেয়। এদিকে, টুর্নামেন্টের শুরু থেকেই জল্পনা করা হচ্ছিল যে, ফাইনালটি এই দুই দেশের মধ্যে সম্পন্ন হবে। সেই অনুমানই এবার সত্যি হিসেবে প্রমাণিত হল। এমতাবস্থায়, টুর্নামেন্টের ১৭ তম মরশুমে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

জানিয়ে রাখি যে, ভারত ৮ বার ফাইনাল (Asia Cup 2025 Final) জিতেছে। যার মধ্যে রয়েছে ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮, ২০২৩। অন্যদিকে, পাকিস্তান মাত্র ২ বার এশিয়া কাপ জিতেছে- ২০০০ এবং ২০১২ সালে। কিন্তু, যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় তা হল, ভারত এবং পাকিস্তান কখনোই এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়নি।

India and Pakistan to face each other in Asia Cup 2025 Final.

এশিয়া কাপে পাকিস্তান এবং ভারত কতবার রানার্সআপ হয়েছে: ভারতীয় দল এশিয়া কাপে জয়ের দিক থেকে এগিয়ে রয়েছে। অপরদিকে, টিম ইন্ডিয়া ৩ বার রানার্সআপ হয়েছে। ভারতীয় দল ১৯৯৭, ২০০৪ এবং ২০০৮ সালের ফাইনালে পরাজিত হয়। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ৩ বারই ফাইনালে পরাজিত করে। অন্যদিকে, পাকিস্তান ১৯৮৬, ২০১৪ এবং ২০২২ (T20 ফরম্যাট)-এ রানার্সআপ হয়েছিল।

আরও পড়ুন: সুদূর লন্ডনে উমার আরাধনা! দুর্গোৎসবের আনন্দে মাতোয়ারা প্রবাসীরাও, ২০ বছরে পদার্পণ পঞ্চমুখীর পুজোর

১৯৮৬ সালে এশিয়া কাপে ভারত খেলেনি: জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ভালো না থাকায় টিম ইন্ডিয়া ১৯৮৬ সালের এশিয়া কাপে খেলেনি। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে পাকিস্তানও ১৯৯০-৯১ সালের টুর্নামেন্ট বয়কট করেছিল। এই কারণে ১৯৯৩ সালের এশিয়া কাপও বাতিল করা হয়েছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) পরে সিদ্ধান্ত নেয় যে ২০০৯ সাল থেকে প্রতি ২ বছর অন্তর এই টুর্নামেন্টটি সম্পন্ন হবে। ICC আরও সিদ্ধান্ত নেয় যে, এশিয়া কাপে খেলা সমস্ত ম্যাচই অফিসিয়াল ODI হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: ভারতের এই শহরে আয়োজিত হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস? দেওয়া হল প্রস্তাব

এদিকে, ২০১৫ সালে ACC-র সদস্য সংখ্যা কমানোর পর, ICC ঘোষণা করে যে, ২০১৬ সাল থেকে, এশিয়া কাপ পর্যায়ক্রমে ODI এবংT20 ফরম্যাটে খেলা হবে। মূলত, পরবর্তী বড় টুর্নামেন্ট কোন ফরম্যাটে খেলা হবে এটি তার ওপর নির্ভর করে। এই কারণেই ২০১৬ সালের এশিয়া কাপ প্রথমবারের মতো T20 ফরম্যাটে খেলা হয়েছিল। পরে, এটি ২০২২ সালেও T20 ফরম্যাটে খেলা হয় এবং চলতি বছর অর্থাৎ ২০২৫ সালেও (Asia Cup 2025 Final) T20 ফরম্যাটে খেলা হচ্ছে।