টেষ্ট ম্যাচে টি-টোয়েন্টির গতিতে খেলে বাংলাদেশের ঘাড়ের উপর রানের বোঝা চাপাতে চলেছে ভারত।

মায়াঙ্ক আগরওয়াল যখন মাত্র 32 রানে ব্যাটিং করছিলেন সেই সময় তার ক্যাচ ফেলে তাকে পুনর্জীবন দিয়েছিলেন বাংলাদেশি খেলোয়াড় ইমরুল কায়েস। আর সেই মায়াঙ্ক আগরওয়াল একা হাতে ধ্বংস করে দিলেন বাংলাদেশি বোলিং। একাই 234 রানের ইনিংস খেলে ভারতীয় স্কোরবোর্ডে যুক্ত করে দিলেন বড় রান। মায়াঙ্কের ক্যাচ মিস করায় যে এত বড় খেসারত দিতে হবে বাংলাদেশ কে সেটা হয়তো তারা ভাবতেও পারেনি। ঠিক যেমন নাগপুরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রেয়স আইয়ারের ক্যাচ মিস করার বড় খেসারত দিতে হয়েছিল বাংলাদেশ কে। সেই ম্যাচে তিনটি চার এবং পাঁচটি ছক্কার সুবাদে মাত্র 33 বলে 62 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার।

টি-টোয়েন্টি ম্যাচে ক্যাচ মিসের যেমন খেসারত দিতে হয়েছিল বাংলাদেশ দলকে তেমনি এইদিন মায়াঙ্ক আগরওয়ালের ক্যাচ মিসের বড়সড় খেসারত দিতে হল বাংলাদেশ কে। টেষ্ট ম্যাচে টি-টোয়েন্টির গতিতে রান তুললো ভারতীয় ব্যাটসম্যানরা।

2650986313d09aba41136368651080608681d1c7e

বাংলাদেশের একমাত্র বোলার আবু জায়েদ ছাড়া আর কোনো বোলার এইদিন ভারতীয় ব্যাটসম্যানদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে নি। আবু জায়েদ চার উইকেট নিয়েছেন। প্রথম দিন ভারতীয় দল 26 ওভারে 1 উইকেটের বিনিময়ে 86 রান করেছিল। দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যানরা 88 ওভারে 5 উইকেট হারিয়ে 407 রান তুলে নেই এরমধ্যে শেষ সেশনে ঝড়ের বেগে রান তোলে ভারতীয় ব্যাটসম্যানরা। মাত্র 30 ওভারে 190 রান হয় শুধুমাত্র শেষ সেশনে।

ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সুবাদে মাত্র 150 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে ভারতীয় দল বাংলাদেশের উপর রানের বোঝা চাপিয়ে দিতে চলেছে। টেষ্টের দ্বিতীয় দিনেই ইতিমধ্যে 343 রানের লিড নিয়ে ফেলেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর 493 রান 6 উইকেট।

Udayan Biswas

সম্পর্কিত খবর