নিরাপত্তা জোরদার করতে সীমান্তে ২০০ সাঁজোয়া গাড়ি মোতায়েন করছে ভারত

Published On:

বাংলা হান্ট ডেস্ক :বারবরই ভারতকে উদ্দেশ্য করে একাধিক হুমকি দিচ্ছে পাকিস্তান। জঙ্গী অনুপ্রবেশের মতো কাণ্ডও ঘটিয়েছে। তাই হামলাও হতে পারে যে কোনো সময়ে আর এই আশঙ্কা থেকে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে ততপর হয়েছে কেন্দ্র। আর তাই  ভারতের সেনাবাহিনীকে একপ্রকার ঢেলে সাজাচ্ছে। আর তাই তো এবার পাকিস্তান সীমান্তে কড়া নজর দিচ্ছে ভারত।

আগে থেকেই আঁটোসাঁটো ব্য়বস্থা গ্রহণ করতে এক প্রকার বদ্ধ পরিকর ভারত। তাই একাধিক দেশীয় প্রয়ুক্তিতে
তৈরি ট্য়াঙ্ক বিধ্বঁসী গাইডেড ক্ষেপনাস্ত্র সহ ২০০টি সাঁজোয়া গাড়ি সীমান্তে মোতায়েন করছে ভারত। পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে এই সাঁজোয়া গাড়ি মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নজরদারিও জোরদার করা হচ্ছে, তাইতো বিশাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সাঁজোয়া গাড়ি কি?
আসলে সাঁজোয়া গাড়ি গুলি সাধারণত, ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র বা এটিজিম, ৩০ মিমি কামান এবং ৭.৬২ সম অক্ষের মেশিন গান বহনে সক্ষম। যেগুলি রাস্তায় ৫০০ এবং খাল বা নদীপথে ২৫০ কিমি টহলদারি দিতে পারে। তাই য়েকোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে একদিকে যেমন এর মধ্য দিয়ে নজরদারি চালানো যাবে

অন্য়দিকে এর মধ্যে থাকা বিধ্বংসী ক্ষেপনাস্ত্র দিয়ে সহজেই আক্রমন করা সম্ভব হবে। আসলে যত দিন যাচ্ছে ততই ভারত ও পাকিস্তানর সম্পর্ক একেবারে তলানিতে ঠেকছে। বাড়ছে উত্তেজনা আর তাই  ভারতের সুরক্ষার স্বার্থে এক এক করে নতুন নতুন সংযোজন কার হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে।

সম্পর্কিত খবর

X