দীর্ঘ ৯ মাসের বিরতির অবসান! রেলের এই রুটে পণ্য পরিবহণ শুরু ভারত-বাংলাদেশের

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে আরও একটি রুটে শুরু হল পণ্যবাহী ট্রেন চলাচল। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তলানিতে এসে ঠেকেছে এই দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক। এই আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর পণ্যবাহী ট্রেনের পুনরায় চালু হওয়ার ঘটনা সাড়া ফেলেছে সেদেশের গণ মাধ্যমে।

ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে ট্রেন চলাচল

বাংলাদেশের (Bangladesh) একাধিক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৯ মাস দুই দেশের দুই দিনাজপুরে বন্ধ ছিল পণ্যবাহী ট্রেন চলাচল। গত বৃহস্পতিবার পুনরায় দুই দেশের (India-Bangladesh) মধ্যে শুরু হয়েছে রেলপথে পণ্য পরিষেবা। এই খবরের সত্যতা স্বীকার করেছেন সেদেশের সংশ্লিষ্ট রেল আধিকারিকরাও।

আরোও পড়ুন : মোদীর “আত্মনির্ভর ভারত” গড়ল ইতিহাস! প্রথমবারের মতো আমেরিকা কিনতে চলেছে এই দেশীয় অস্ত্র

সূত্রের খবর, একটি পণ্যবাহী ট্রেন ২০ তারিখ রওনা দিয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে। সেদিনই স্থানীয় সময় রাত ৯ টা নাগাদ সেই ট্রেনটি পৌঁছায় বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল রেলওয়ে স্টেশনে। গত বছরের ২৪ মে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রেন শেষবার এসে পৌঁছেছিল বিরল রেল স্টেশনে।

আরোও পড়ুন : একী কাণ্ড! আচমকাই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে রাশিয়া, ভারতকে কী বার্তা দিচ্ছেন পুতিন?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরল রেল স্টেশন মাস্টার মহম্মদ রায়হানুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা নারায়ণ এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পণ্য খালাস করে এই ট্রেনটি ফের ভারতে ফিরে যাবে এই একই রুট ধরে। ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি এবং রফতানির ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়ে থাকে রাধিকাপুর – বিরল, গেদে -দর্শনা, পেট্রাপোল – বেনাপোল রুটগুলি।

India-Bangladesh goods transportation via railway

পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর হয়ে রেলপথে পণ্য আদান-প্রদান পুনরায় শুরু হয় গত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। জানা গেছে, পুনরায় পণ্যবাহী রেল (Railway) যোগাযোগ শুরু হওয়ায় ভারতের (India) পক্ষ থেকে এখনও পর্যন্ত সেদেশে রপ্তানি করা হয়েছে প্রায় ৪০ হাজার টন পণ্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর