বাংলাদেশে অশান্তির জেরে বড় সিদ্ধান্ত, ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ করল ঢাকা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া আপাতত বন্ধ করে দিল বাংলাদেশ (India-Bangladesh)। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। নিরাপত্তাজনিত কারণেই ঢাকা এই পদক্ষেপ করেছে বলে কূটনৈতিক মহলের ব্যাখ্যা। ফলে আগামী অন্তত এক থেকে দু’মাস বাংলাদেশের পর্যটক ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা নেই ভারতীয়দের জন্য।

ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সম্পর্কে নয়া মোড়

এর আগেই দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার বাংলাদেশ উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এত দিন শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকেই সীমিত আকারে এই পরিষেবা চালু ছিল। বুধবার থেকে কলকাতাতেও সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় কার্যত গোটা ভারতেই বাংলাদেশে যাওয়ার পর্যটক ভিসা আপাতত অপ্রাপ্য হয়ে গেল।

আরও পড়ুন: বাংলাদেশের ফের হিন্দু যুবকের মৃত্যু, চোর সন্দেহে তাড়া খেয়ে জলে ঝাঁপ দেওয়ায় প্রাণ হারালেন নওগাঁয়ের মিঠুন

এই বিষয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাস কিংবা কলকাতার উপদূতাবাসের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পর্যটক ভিসা বন্ধ হলেও কর্মসূত্রে যাওয়ার জন্য এমপ্লয়মেন্ট ভিসা এবং ব্যবসায়িক কাজে বিজনেস ভিসা দেওয়া এখনও চালু রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্ষেত্রেও ভিসা দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকছে। কারণ, এই ধরনের ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের বহুস্তরীয় যাচাই করা হয় এবং তাঁদের যাতায়াত ও অবস্থানের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থাকে।

বিদেশমন্ত্রক সূত্রের ব্যাখ্যা অনুযায়ী, পর্যটক ভিসার ক্ষেত্রে এমন বিস্তৃত যাচাই করা তুলনামূলক ভাবে কঠিন। ফলে বর্তমান পরিস্থিতিতে সাধারণ ভারতীয় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের পক্ষে সহজ নয়। যদিও বিশেষ কিছু ক্ষেত্রে, অর্থাৎ মানবিক কারণ বা নির্দিষ্ট প্রয়োজন থাকলে, সাধারণ নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাস নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারে।

India-Bangladesh stopped issuing visa to Indians.

আরও পড়ুন: ভাড়া মাত্র ২২৫ টাকা! নামমাত্র খরচায় সরকারি গেস্টহাউস গঙ্গাসাগরে, কীভাবে করবেন বুকিং?

মূলত ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক অশান্তি এবং ভারতবিরোধী ভাষ্য তীব্র হওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যেই বাংলাদেশে আসন্ন নির্বাচন, যা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। কূটনৈতিক সূত্রের মতে, নির্বাচনপর্ব ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেই আশঙ্কা। সেই কারণেই নির্বাচন না-মেটা পর্যন্ত ভারতীয়দের জন্য পর্যটক ভিসা স্থগিত রাখার সিদ্ধান্তকে ‘আপাতত’ হিসেবে দেখা হচ্ছে। তবে ফেব্রুয়ারির শেষের আগে এই পরিষেবা ফের চালু হওয়ার সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে।