৩ টি হ্যাটট্রিক! ৮ জন করেছেন গোল, কাজাখস্তানকে ১৫-০ ব্যবধানে হারিয়ে নজির ভারতীয় হকি দলের

Published on:

Published on:

India beat Kazakhstan 15-0 in Asia Cup Hockey 2025.

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের হকি এশিয়া কাপে (Asia Cup Hockey 2025) আধিপত্য বিস্তার করছে ভারতীয় দল। প্রথমে তারা চিনকে, তারপর জাপানকে পরাজিত করে এবার কাজাখস্তানকে ১৫-০ গোলে হারিয়েছে। শুধু তাই নয়, এর মাধ্যমে এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বড় জয় অর্জন করেছে ভারত। ওই ম্যাচে অভিষেক শর্মা, সুখজিৎ, যুগরাজ হ্যাটট্রিক করেন। অন্যদিকে অধিনায়ক হরমনপ্রীত সিং ২ টি গোল করেন। এছাড়াও, অমিত, রাজিন্দর, সঞ্জয় এবং দিলপ্রীত একটি করে গোল করেন। ম্যাচটিতে (Asia Cup Hockey 2025) কাজাখস্তানের রক্ষণভাগ কেবল শোচনীয়ভাবে ব্যর্থ হয়নি, বরং তাদের ফরোয়ার্ডরাও ভালো পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।

এশিয়া কাপে (Asia Cup Hockey 2025) কাজাখস্তানকে ১৫-০ ব্যবধানে হারাল ভারতীয় হকি দল:

এশিয়া কাপে সবচেয়ে বড় জয়: উল্লেখ্য যে, এটি ভারতের সামগ্রিকভাবে চতুর্থ বৃহত্তম জয় হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও এটি এশিয়া কাপে (Asia Cup Hockey 2025) সবচেয়ে বড় জয়। এটি ১৯৮৫ সালে বাংলাদেশকে ১৫-০ গোলে হারিয়ে রেকর্ডের সমান। এদিকে, এশিয়া কাপ হকিতে সবচেয়ে বড় জয়ের রেকর্ড রয়েছে। জাপানের দখলে। জাপান ২০০৭ সালে সিঙ্গাপুরকে ২২-০ ব্যবধানে পরাজিত করে। এর মাধ্যমে তারা ১৯৬৫ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১৪-০ ব্যবধানে জয়ের রেকর্ড ছাড়িয়ে যায়।

ভারতীয় হকি দলের ৫ টি বৃহত্তম জয়ের রেকর্ড:
১. ২২ অগাস্ট, ২০১৮; ভারত বনাম হংকং (২৬-০): এই ম্যাচে চারজন ভারতীয় খেলোয়াড় হ্যাটট্রিক করে গোল করেছেন। শুধু তাই নয়, মোট ৯ জনেরও বেশি খেলোয়াড় গোল করেন। সর্বোচ্চ গোলদাতা ছিলেন রুপিন্দর পাল সিং এবং সরদার সিং।

আরও পড়ুন: SCO সম্মেলনের পরেই চিন্তিত মার্কিন মুলুক? ভারতের উদ্দেশ্যে বিশেষ “আর্জি” ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার

২. ১১ অগাস্ট ১৯৩২; ভারত বনাম আমেরিকা (২৪-১): ভারতীয় হকির ইতিহাসে এটি ছিল সবচেয়ে সোনালী ম্যাচ। ওই ম্যাচে মেজর ধ্যান চাঁদ এবং তাঁর ভাই রূপ সিং একসঙ্গে ১৮ টি গোল করেছিলেন। যার মধ্যে রূপ সিং করেন১০ টি গোল। এটি একটি ম্যাচে যেকোনও একক খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড।

৩. ২০ অগাস্ট, ২০১৮; ভারত বনাম ইন্দোনেশিয়া (১৭-০): এই ম্যাচটি ২০১৮ এশিয়ান গেমসে সম্পন্ন হয়েছিল। ওই ম্যাচেও একাধিক খেলোয়াড় গোল করেন। যার মধ্যে আকাশদীপ সিং এবং বিবেক সাগর প্রসাদও রয়েছেন।

আরও পড়ুন: রোহিত ও বিরাটের সঙ্গে…. BCCI-এর “সমালোচনা” করলেন এশিয়া কাপে সুযোগ না পাওয়া এই ভারতীয় খেলোয়াড়

৪. ১ সেপ্টেম্বর ২০১৮: ভারত বনাম কাজাখস্তান (১৫-০): এই ম্যাচেও গোলের বৃষ্টি হয়েছিল। ভারতের হয়ে অভিষেক ৪ টি গোল করেন। যেখানে সুখজিৎ সিং এবং যুগরাজ সিং হ্যাটট্রিক করেন।
অধিনায়ক হরমনপ্রীত সিং করেন ২ টি গোল। অন্যান্য গোলদাতাদের মধ্যে ছিলেন অমিত রোহিদাস, রাজিন্দর সিং, সঞ্জয় সিং এবং দিলপ্রীত সিং।

৫. ২৬ নভেম্বর, ১৯৫৬: ভারত বনাম আফগানিস্তান (১৪-০): ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকের এই ম্যাচে ক্যাপ্টেন বলবীর সিং সিনিয়র ৫ গোল এবং উধম সিং ৪ টি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।