ভারতে হাতে নতুন ১০০প্রাইস বোমা,চাপে পাকিস্তান, চীন

Published On:

বাংলাHunt :১০০ নতুন প্রাইস বোমা কিনছে ভারত। সাম্প্রতিক পাঠানকোটে জঙ্গি হানার পর যেভাবে বালাকোট ভারতীয় সৈন্যরা আক্রমন করেছিল তাতে এই স্পাইস বোমা ব্যবহার হয়েছিল। ভারতের হাতে প্রায় নতুন ১০০ টি প্রাইস বোমা আছে যা ৬০কিলোমিটার দূর থেকে শত্রুকে দমন করতে সক্ষম।

এই বোমা আসতে তিন মাস সময় লাগবে প্রায় ৩০০কোটি টাকা খরচ করে এই স্পাইস বোমা কেনা হচ্ছে বলে সূত্রে জানা গেছে। এর ফলে ভারতীয় সৈন্যদের হাতে নতুন ১০০ টি প্রাইস বোমা আসবে এতে দেশের প্রতিরক্ষা আরো শক্তিশালী হবে এবং যেভাবে ভারতীয় সৈন্যরা জঙ্গিদের নিক্ষেপ করছে,

তাতে এই প্রাইস বোমা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কিছুদিনের মধ্যে এই নতুন প্রাইস বোমা ভারতের হাতে চলে আসবে।

সম্পর্কিত খবর

X