বিশ্বের সামনে মাথা নত করেনি ভারত! মে মাসেই রাশিয়া থেকে কেনা হল ৩০.৩৬ লক্ষ মেট্রিক টন তেল

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধ ১০০ দিন পূর্ণ করতে চলেছে। এমতাবস্থায়, এই যুদ্ধের কারণে যেখানে বিশ্বের অধিকাংশ দেশ রাশিয়ার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঠিক সেই আবহেই ভারত ওই দেশের কাছ থেকে ক্রমাগত তেল আমদানি বাড়াচ্ছে।

এই প্রসঙ্গে আর্থিক বাজার এবং পরিকাঠামো সম্পর্কিত মার্কিন-ব্রিটিশ তথ্য প্রদানকারী সংস্থা রিফিনিটিভ অনুসারে জানা গিয়েছে যে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি মে মাসে ৩০.৩৬ লক্ষ মেট্রিক টনে পৌঁছেছে। এদিকে, গত বছর রাশিয়া থেকে ভারতে প্রতি মাসে আসত ৩,৮২,৫০০ মেট্রিক টন অপরিশোধিত তেল। অর্থাৎ, পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে প্রায় নয় গুণ বেশি তেল আমদানি হয়েছে।

রিফিনিটিভের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই ভারত রাশিয়ার কাছ থেকে ৪০.৮ লক্ষ মেট্রিক টন তেল নিয়েছে। পাশাপাশি, রাশিয়ার ইউরালস অয়েল বর্তমানে প্রায় ৯৫ ডলার প্রতি ব্যারেলে তেল বিক্রি করছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১৯ ডলার।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত এমন একটি দেশ যারা রাশিয়ার বিরুদ্ধে কোনোরকম নিষেধাজ্ঞা ঘোষণা করেনি। যদিও, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা সহ অনেক পশ্চিমী দেশ ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি নিষিদ্ধ করেছে। পাশাপাশি, রাশিয়া নিজেই শর্ত পূরণ না করার কারণে অনেক দেশে সরবরাহ বন্ধ করে দিয়েছে। আর এই কারণেই সারা বিশ্বে তেল ও গ্যাসের দামে ব্যাপকহারে বৃদ্ধি ঘটেছে। এমতাবস্থায় রাশিয়া সস্তায় তেল ও গ্যাস বিক্রি শুরু করেছে। যার প্রত্যক্ষ সুবিধা পাচ্ছে ভারত।

জানিয়ে রাখি, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলি যেমন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং ম্যাঙ্গালোর রিফাইনারি রাশিয়ান অপরিশোধিত তেল কিনেছে। ভারত পেট্রোলিয়াম নিয়মিতভাবে কোচি শোধনাগারের জন্য প্রতিদিন ৩,১০,০০০ ব্যারেল হারে অপরিশোধিত তেল সংগ্রহ করছে।

একই সময়ে, শুধু মে মাসে ভারত পেট্রোলিয়াম ২ মিলিয়ন ব্যারেল রাশিয়ান ক্রুড কিনেছে। অপরদিকে ইন্ডিয়ান অয়েল গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ৬ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল কিনেছে। এর বাইরে ভারতীয় বেসরকারি শোধনাগার নাইরা এনার্জিও তেল সংগ্রহ করছে।

পরিসংখ্যান অনুসারে, ভারত তার প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশ আমদানি করে। যেখানে রাশিয়া থেকে মাত্র দুই থেকে তিন শতাংশ তেল নেওয়া হয়। এ বছর তেলের দাম ক্রমাগত বাড়ছে। এমতাবস্থায়, ভারত রাশিয়ার কাছ থেকে ছাড়ের সুযোগ নিয়ে তেল কেনা বাড়াচ্ছে যাতে আমদানি বিল কমানো যায়।

CRUDE OIL 1

রেফিনিটিভের মতে, ভারত গত এপ্রিল মাসে রাশিয়া থেকে ১০.০১ লক্ষ মেট্রিক টন তেল কিনেছে। পাশাপাশি, ভারত সরকার মে মাসে জানিয়েছিল যে, ভারত একাধিক দেশ থেকে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করছে। এর মধ্যে রয়েছে আমেরিকাও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর