উচ্চশুল্কের যোগ্য জবাব পেলেন ট্রাম্প! আমেরিকার সঙ্গে ৩১,৫০০ কোটির চুক্তি বাতিল ভারতের

Published on:

Published on:

India cancelled 31,500 crore rupees deal with America.

বাংলা হান্ট ডেস্ক: ট্রাম্পের শুল্কবাণের আবহে এবার আমেরিকাকে বড় ধাক্কা দিল ভারত (India)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকার সঙ্গে ভারত ৩১,৫০০ কোটি টাকার বোয়িং চুক্তি বাতিল করেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট যখন ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন, তখন ভারত এই সিদ্ধান্ত নিয়েছে।

বড় পদক্ষেপ ভারতের (India):

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় নৌবাহিনী আমেরিকার কাছ থেকে P-8I সামুদ্রিক বিমান কেনার চুক্তি করেছিল। এখন এই চুক্তি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। জানিয়ে রাখি যে আমেরিকা ভারতের (India) ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। যার মধ্যে ৭ অগাস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে এবং আগামী ২৭ অগাস্ট থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

India cancelled 31,500 crore rupees deal with America.

আমেরিকার পরিবর্তে ফ্রান্সের সঙ্গে চুক্তি হতে পারে: রিপোর্ট অনুসারে, ভারত (India) আমেরিকা থেকে F-35 স্টিলথ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থেকেও সরে এসেছে। এমতাবস্থায়, ভারত এই যুদ্ধবিমানের জন্য ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করছে। বলা হচ্ছে যে F-35এর তুলনায় ফ্রান্সের Dassault Rafale দেশের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারত থেকে আমেরিকায় পণ্য রফতানি ব্যয়বহুল হয়ে উঠেছে। ভারতের (India) প্রতিরক্ষা ক্ষেত্রে এই ২ টি বড় সিদ্ধান্তকে ট্রাম্পের শুল্ক আরোপের প্রতি ভারতের জবাব হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ৬ টি এয়ারব্যাগ, ৩৩ কিমির মাইলেজ! Maruti Suzuki-র ৪.২৩ লক্ষের গাড়িতে ৭১,৯৬০ টাকার ছাড়

জুলাই মাসে আমেরিকান কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তিটি করা হয়েছিল: তথ্য অনুসারে, প্রায় ৩১,৫০০ কোটি টাকার এই চুক্তিটি ২০২৫ সালের জুলাই মাসে আমেরিকান কোম্পানি বোয়িংয়ের সঙ্গে করা হয়েছিল। যেটি চুক্তিটি শীঘ্রই চূড়ান্ত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: “যতই খরচ হোক কৃষকদের স্বার্থ সবার আগে”, ট্রাম্পের চড়া শুল্কের প্রসঙ্গে কী জানালেন প্রধানমন্ত্রী?

তবে, এখন যেহেতু ট্রাম্প গত ৬ অগাস্ট ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, তাই ঠিক তার পরের দিন অর্থাৎ ৭ অগাস্ট এই চুক্তি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে যে, ভারতীয় নৌবাহিনীর জন্য কেনার পরিকল্পনা করা এই আমেরিকান বিমানগুলি অত্যন্ত আধুনিক এবং উন্নত। শুধু তাই নয়, তাদের ৩৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে। এখন ফ্রান্স থেকে যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।