ক্রিকেটের একটি ফরম্যাট থেকে অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

এবার নিজের ক্যারিয়ার প্রসঙ্গে কিছুটা আভাস দিয়ে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলি জানিয়ে দিলেন আর মাত্র তিন বছর তারপর নিজের শরীরের কথা ভেবে ক্রিকেটের যেকোনো একটি ফরম্যাটকে বিদায় জানাতে চান তিনি। ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টের আগে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান বিরাট কোহলি।

সামনের কয়েকটি বছরে ভরা কর্মসূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সেই সাথে সামনের তিন বছরের মধ্যেই দুটো টি-টোয়েন্টি এবং একটি 50 ওভারের বিশ্বকাপ রয়েছে। তারপরই বিরাট কোহলি ক্রিকেটের যেকোনো একটি ফরম্যাট কে বিদায় জানাতে চলেছেন। এমন ইঙ্গিত পাওয়া গেল এইদিন সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহলির কথাবার্তা শুনে।

115973352a7eaea9bda7780bc8cd0a1e192f6ab34

ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন এই মুহূর্তে আমার বয়স 31, এখন আমি সামনের তিন বছরের জন্য কঠোর পরিশ্রম করে চলেছি। এখন আমি ক্রিকেটের তিনটি ফরমেটে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে খেলে যেতে পারি আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন আমার বয়স 35 এর বেশি হবে তখন আমার শরীর এত বেশি পরিমাণ ধকল সহ্য করতে পারবে না। তখন হয়তো আপনারা আমার কাছে অন্য কথা শুনতে পাবেন অর্থাৎ ক্রিকেটের যেকোনো একটি ফরমেট কে হয়তো আমি বিদায় জানাতে পারি।

Udayan Biswas

সম্পর্কিত খবর