বাংলা হান্ট ডেস্কঃ লিডসের পর ফের একবার ব্যাটিং ধ্বসের মুখে ভারত। টসের ফলাফল বদলালেও চিত্রনাট্য বদলাল না কিছুই। বৃহস্পতিবার টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু ব্যাট হাতে ওভালেও শুরুটা মারাত্মক খারাপ হলো ভারতের। মাত্র ২৮ রানের মাথাতেই ভারতকে প্রথম ধাক্কা দেন ক্রিস ওকস। ব্যক্তিগত ১১ রানের মাথায় রোহিত শর্মাকে ফিরিয়ে দেন তিনি। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি রোহিতের সতীর্থ কে এল রাহুলও। এবার তাকে শিকার করেন অলি রবিনসন।
ফলতো ভারতের বড় আশা ছিল ডিপেন্ডেবল পুজারায়, কিন্তু অ্যান্ডারসনের সামনে বাইরের বল তাড়া করতে গিয়ে যেভাবে উইকেট ছুঁড়ে দেন তিনি, তা কার্যত আত্মহত্যা বলা চলে। ফলে লাঞ্চের আগেই ইংল্যান্ডের পেস ব্যাটারির সামনে ফের একবার অসহায় দেখাচ্ছিলো টিম ইন্ডিয়াকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একা হাতে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক বিরাট কোহলি। রাহানের আগে আজ পাঁচ নম্বরে ব্যাট করতে আসা রবীন্দ্র জাদেজা কিছুটা সঙ্গ দেবার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু লাঞ্চের পরে ১০ রানে তাকে ফিরিয়ে ফের একবার আঘাত হানেন ওকস।
তবে আজ বিরাটকে টলানো কার্যত ছিল অসম্ভব। অন্যদিকে যখন একের পর এক মহারথী পতন ঘটছে মাটি কামড়ে পুরোদমে আজ দাঁড়িয়েছিলেন অধিনায়ক। শুধু যে রক্ষণ তাই নয় সময় সময় আক্রমণেও যথেষ্ট স্বচ্ছন্দ ছিলেন কোহলি। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা ছিল ধৈর্যের, গত ম্যাচেও অর্ধশতরান পূর্ণ করার ঠিক পরেই অন্যমনস্কতার কারণে উইকেট হারিয়ে ছিলেন অধিনায়ক কোহলি। আজও ঠিক তাই হলো, ৮৫ বলে ৮ টি বাউন্ডারি দিয়ে সাজানো নিজের দুরন্ত অর্ধশতরান পূর্ণ করার ঠিক পরেই রবিনসনের শিকার হলেন তিনি।
ফলে এই মুহূর্তে ওভালে ভারতের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১০৫ রান। ক্রিজে রয়েছেন রহানে। এইমুহূর্তে ৫ রানে অপরাজিত তিনি। এখন পান্থ কতক্ষণ তার সঙ্গ দিতে পারেন সেটাই হলো সবথেকে বড় বিষয়। ইংল্যান্ডের পেস আক্রমণ আজও যে ভারতকে অনেকটাই পিছনে ঠেলে দিল তা বলাই বাহুল্য।