বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) নাকি আর রাশিয়ার থেকে তেল কিনবে না, শুল্কনীতির বিতর্কের মাঝেই আবার নতুন দাবি নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন দেখেই এমন মন্তব্য করেন ট্রাম্প। তবে সেই দাবি এবার কার্যত উড়িয়ে দিয়ে সরকারি সূত্র জানাল, রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমানো বা বন্ধ করার তো কোনও প্রশ্নই নেই। মস্কোর থেকেই এখনও তেল কেনা অব্যাহত রেখেছে নয়া দিল্লি (India)।
রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে ভারত (India)?
শুক্রবার রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের শীর্ষস্থানীয় চারটি সংশোধনকারী সংস্থা নাকি রাশিয়া থেকে তেল আমদানি করা বন্ধ রেখেছে। এই প্রতিবেদন ঘিরেই শুরু হয় জল্পনা। ওই চারটি সংশোধনাগার হল ভারতীয় (India) পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রো কেমিক্যালস। রয়টার্সের তরফে হঠাৎ করেই দাবি করা হয়, গত এক সপ্তাহে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতীয় (India) চারটি সংস্থা। কেন?
নতুন দাবি ট্রাম্পের: কারণ হিসেবে বলা হয়, আগের মতো রাশিয়া থেকে কেনা তেলে যতটা ছাড় মিলছিল, ততটা আর পাওয়া যাবে না। উপরের ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট অসন্তোষ প্রকাশ। তাই দুইয়ের সাঁড়াশি চাপে নাকি পিছু হটছে ভারত (India)। আর রয়টার্সের এমন প্রতিবেদন দেখেই ফের ট্রাম্পের নতুন দাবি, ‘আমি শুনলাম ভারত নাকি আর রাশিয়া থেকে তেল কিনবে না। এই খবর কতটা সত্যি নাকি মিথ্যে জানি না। তবে এটা ভারতের (India) পক্ষে ভালো পদক্ষেপ’। কিন্তু ট্রাম্পের হম্বিতম্বিই সার।
আরও পড়ুন : মনোজিতের অজ্ঞাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, খাওয়ানো হয়েছে ট্যাবলেট! কসবা কাণ্ডে বিষ্ফোরক অভিযুক্তের আইনজীবী
কী বলছে সরকারি সূত্র: ANI সূত্রে খবর, তেল কেনার পরিমাণ কমানো বা বন্ধ করা হয়নি মোটেই। বরং রাশিয়া থেকেই তেল কিনছে ভারত (India)। শোনা যাচ্ছে, শুক্রবারই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ হয়েছে, এমন কোনও খবরই নেই কেন্দ্রের কাছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। ট্রাম্পের আপত্তির জন্য এই দীর্ঘদিনের বন্ধুত্বে ভারত যে কোনও রকম আঁচ আসতে দেবে না তেমনটাই মনে করা হয়েছিল কূটনৈতিক ক্ষেত্রেও।