চীনের উপর কড়া পদক্ষেপ ভারতের, বাড়ানো হল আমদানি দ্রব্যের শুল্ক

বাংলাহান্ত ডেস্কঃ ভারত (India) চীন (China) সীমান্তের সংঘর্ষের পর থেকে ভারতের মোদী সরকার চীনকে কোণঠাসা করতে তাঁদের ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল আঘাত হানছে। এরই মধ্যে চেষ্টা চলছে ভারতের মধ্যেকার চীনের আমদানী যতটা সম্ভব কম করা যায়।

আমদানী কমছে চীনের থেকে
এই পরিস্থিতিতে ভারত সরকার চীন থেকে আমদানী করা স্যোলার প্যানেল (Solar power) এবং সেলের উপর থাকা সেফ গার্ড ডিউটিকে এক বছররে জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন দ্রব্যের আমদানীর উপর করও চাপিয়ে দিয়েছে। এর ফলে সবথেকে বেশি ক্ষতি চীনেরই হচ্ছে। কারণ স্যোলার প্যানেল এবং সেলের সবথেকে বড় পরিমাণ চীন থেকেই আমদানী করা হয়।

solar cells 1624663 1280

এছাড়া সরকার ইন্ড্রাস্ট্রিয়াল ক্যামিক্যাল বানানোর জন্য ব্যবহৃত প্রিন্টিং প্লেটেস এবং কাচা মালের আমদানীতে বাঁধা দান করেছে। এমনকি ডিজিটাল অফসেট প্রিন্টিং প্লেটেস এবং Aniline তেলের আমদানীও বন্ধ করা হয়েছে।

ফাইন্যান্স মিনিস্ট্রারির থেকে জারী করা নির্দেশ অনুসারে প্রথম ৬ মাস স্যোলার পেনেল এবং সেলের উপরের সেফ গার্ড ডিউটি ১৪.৯ শতাংশ থেকে কমিয়ে ১৪.৫ শতাংশ করা হবে। চীন ছাড়াও ভিয়েতনাম এবং থাইল্যান্ড এথেকে আগত স্যোলার নিজিসপত্রের উপর সেফ গার্ড ডিউটি লাগানো হয়েছে।

rakhi festival in india

ব্যবহার হয়েছে ভারতীয় রাখি
এই বছর রাখি বন্ধ উতসবেও ভারতীয় রাখির ব্যবহার করা হয়েছে। ভারতে প্রতি বছর প্রায় ৬ হাজার কোটি টাকার রাখির ব্যবহার হয়। যার মধ্যে চীনের রাখির ভাগ থাকত প্রায় ৪ হাজার কোটি টাকার। কিন্তু এবারে চীনা পণ্য বর্জনের মতই চীনা রাখিও বর্জনের ফলে চীন সরকাররে প্রায় ৪ হাজার কোটি টাকার লোকসান হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর