পুসকাসকে টপকে গেলেন সুনীল ছেত্রী! কিরঘিজ রিপাবলিককে হারিয়ে ত্রিদেশীয় কাপ চ্যাম্পিয়ন ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রিয়াল মাদ্রিদের (Real Madrid) হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে (Ferenc Puskas) টপকে গেলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আজ হিরো ট্রাই নেশন্স কাপে নিজেদের চেয়ে শক্তিশালী কিরঘিজ রিপাবলিককে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট জিতে নিলো ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। আগামী বছর এশিয়ান কাপের প্রস্তুতির প্রথম ধাপ ছিল এই টুর্নামেন্টটি। দলের পারফরম্যান্স কিছুটা স্বস্তি দেবে ভারতীয় কোচ ঈগর স্টিম্যাচকে (Igor Stimac)।

আজ প্রথমার্ধে ব্যান্ডনের ফ্রি কিক থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন বেঙ্গালুরু এফসির তারকা ও অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। দুই দলই প্রথমার্ধে নিজেদের গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিল কিন্তু তেমনটা হয়নি শেষপর্যন্ত। দ্বিতীয়ার্ধে কিরঘিজ রিপাবলিকের একটি পেনাল্টির আবেদন নাকচ করা হয়। ম্যাচের ৮৩ মিনিটে পরিবর্ত হিসেবে নামা নাওরেম মহেশ সিংয়ের অর্জন করা পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন সুনীল ছেত্রী।

sunil india team

 

আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল সুনীল ছেত্রীর ৮৫ তম গোল। হাঙ্গেরির হয়ে দীর্ঘদিন ফুটবল খেলা তারকা ও সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম একজন ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের আন্তর্জাতিক গোল সংখ্যাকে টপকে গেলেন ভারতীয় অধিনায়ক। আরো এক বছর তিনি ফুটবল খেলবেন এমনটা আশা করা যায়। এই সময়ের মধ্যে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক ছুঁতে পারেন কিনা সেই দিকেও নজর থাকবে সকলের।

আজ দুর্দান্ত ফুটবল খেলে সকলকে মুগ্ধ করে দিয়েছেন হায়দরাবাদ এফসি-র সাইড ব্যাক আকাশ মিশ্র। তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এছাড়া ইম্ফলের খুয়ান লম্পক স্টেডিয়ামের ৩০,০০০ সমর্থক মুগ্ধ হয়েছেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার ও পরিবর্ত হিসাবে নামা তরুণ নাওরেম মহেশ সিংয়ের খেলা দেখেও।

এর আগের ম্যাচে অনিরুদ্ধ থাপার গোলে মায়ানমারকে ১-০ ফলে হারিয়েছিল ভারত। আগামী বছর এশিয়ান কাপে মাঠে নামার আগে চলতি বছরে অন্তত ১৭ টি ম্যাচ খেলবে ভারতীয় দল। ট্রাই নেশনস কাপ এর পর রয়েছে ইন্টার কন্টিনেন্টাল কাপ, সাফ কাপ এবং বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। সব মিলিয়ে প্রস্তুতি পর্বের শুরুটা ভালই করেছেন সুনীল ছেত্রীরা এমনটা বলা যায়।


Reetabrata Deb

সম্পর্কিত খবর