ব্যর্থ করুণারত্নের লড়াই, অশ্বিন-বুমরার দাপুটে বোলিংয়ে ম্যাচ জিতে সিরিজে পকেটে পুরলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি টোয়েন্টি সিরিজেরই পুনরাবৃত্তি ঘটলো টেস্ট সিরিজেও ঘটলো একই ঘটনা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো ভারত। এই জয়ের পর ভারতীয় দল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ব্যাঙ্গালোরের দিন-রাত্রির টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৮ রানের ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্যালির অংশ হিসাবে ১২ পয়েন্ট পকেটে পুরেছে ভারত।

৫৮.৩৩ এর পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে, ভারতীয় দল শ্রীলঙ্কাকে ছাড়িয়ে গেছে যারা এখন পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে এসেছে। বাকি টপ ফোরে যথাক্রমে এই দলগুলি রয়েছে- অস্ট্রেলিয়া (৭৭.৭৭%), পাকিস্তান (৬৬.৬৬%) এবং দক্ষিণ আফ্রিকা (৬০.০০%)। একটি অসম্ভব ৪৪৭ রানের লক্ষ্য তাড়া করতে ২৮ রানে এক উইকেটে হারানোর পর অধিনায়ক করুনারত্নের শতরান ও মেন্ডিসের অর্ধশতরানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। কিন্তু তাদের জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা।

   

dimuth karunaratne

শতরানকারী করুণারত্নে শতরান করার আগে জাদেজার বলে আউট হয়েছিলেন।কিন্তু আম্পায়ারের জন্য লঙ্কান অধিনায়ক বেঁচে গিয়েছিলেন, রিপ্লেতে ডিআরএস ব্যবহার করে দেখায় যে বলটি পন্থের গ্লাভসে জমা পড়ার আগে উরুর প্যাডে লেগেছিল, ব্যাটে নয়।

ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন রবি অশ্বিন এবং যশপ্রীত বুমরা। অশ্বিন ৪ টি এবং বুমরা ৩ টি উইকেট নেন দ্বিতীয় ইনিংসে। ভারত এখন ঘরের মাঠে তিনটি গোলাপি বলের টেস্ট জিতেছে, এর আগে বাংলাদেশকে (কলকাতায়, 2019) এবং ইংল্যান্ডকে (আমদাবাদে, 2021) হারিয়েছে। রোহিত দায়িত্ব নেওয়ার পর থেকে সব ফরম্যাট মিলিয়ে টানা ১৪টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত রইলো ভারত।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর