বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় হকি দলের (Indian Hockey Team) দাপুটে জয়। হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) প্রথম ম্যাচেই চীনের বিরুদ্ধে বড় জয় পেলো ভারত। প্রতিবেশী হকি দলকে কার্যত খড় কুটোর মতো উড়িয়ে দিলেন মন্দীপরা। ভারতের আক্রমণের সামনে ভেঙে খানখান হয়ে গেল চীনের ডিফেন্স। ৭-২ ফলে প্রতিবেশী দেশের হকি দলকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারত।
তবে ভারতীয় হকি দল জয় দিয়ে অভিযান শুরু করলেও তাদের প্রতিবেশী এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান হকি দল নিজেদের প্রথম ম্যাচেই হারের মুখ দেখলো। মালয়েশিয়ার কাছে নবীনদের নিয়ে গড়া দল নিয়ে ৩-১ ফলে শোচনীয়ভাবে হারের মুখ দেখেছে তারা। এছাড়া দিনের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জাপানকে ২-১ ফলে উড়িয়ে দিলো দক্ষিণ কোরিয়া।
প্রথম ম্যাচে ভারত মাঠে নেমেছিল চেন্নাইতে মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং এবং বরুণ কুমার জোড়া গোল করেন। ভারতের প্রত্যেকটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। এর পাশাপাশি আকাশদীপ সিং, সুখজিৎ সিং এবং মনদীপ সিং একটি করে ফিল্ড গোল করে ভারতের জয় নিশ্চিত করেন।
প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পর এখন আত্মবিশ্বাসের তুঙ্গে ভারত। দ্বিতীয় ম্যাচে অর্থাৎ শুক্রবার তারা মুখোমুখি হবে জাপানের। এরপর আগস্টের ৬ তারিখে তারা মুখোমুখি হবে মালয়েশিয়ার। আগস্টের ৯ তারিখে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।